লতা মঙ্গেশকরের নতুন গানের অ্যালবাম, মুক্তি পেল মারাঠি নববর্ষে

Apr 13, 2021 | 8:44 PM

বাঙালিদের সঙ্গেই উত্‍যাপিত হয় মাঠারিদের নববর্ষ। উত্‍সবে একটি সুন্দর নামও রয়েছে--'গুডি পারওয়া'। সেই উত্‍সবকেই আরও সুন্দর করে তুলতে, আরও শ্রুতিমেদুর করে তুলতে লতার এই সুন্দর উপহার।

লতা মঙ্গেশকরের নতুন গানের অ্যালবাম, মুক্তি পেল মারাঠি নববর্ষে
লতা মঙ্গেশকর।

Follow Us

তিনি কোকিলকণ্ঠী। নাইটিঙ্গেল। তিনি লতা মঙ্গেশকর। তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতা বিশ্বজুড়ে। তাঁর গানের জন্য অধীর অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। সেই অপেক্ষাতে আরও একবার ইতি পড়েছে। মুক্তি পেয়েছে লতার কণ্ঠে গাওয়া ১০টি গানের একটা গোটা অ্যালবাম ‘ভাওয়ার্থা মৌলি’।

বাঙালিদের সঙ্গেই উত্‍যাপিত হয় মাঠারিদের নববর্ষ। উত্‍সবে একটি সুন্দর নামও রয়েছে–‘গুডি পারওয়া’। সেই উত্‍সবকেই আরও সুন্দর করে তুলতে, আরও শ্রুতিমেদুর করে তুলতে লতার এই সুন্দর উপহার। কিংবদন্তির গাওয়া ১০টি গানের সম্পূর্ণ মিউজিক অ্যালবাম। নাম দিয়েছেন ‘ভাওয়ার্থা মৌলি’। প্রত্যেকটি গানই ভক্তিগীতি। চমক এখানেই শেষ নয়। গানের রচয়িতা ১৩ শতাব্দীর কবি ও সাধু ধ্যানেশ্বর। যাঁর কথায় সুর বসিয়েছেন লতার ভাই পণ্ডিত হৃদয়নাথ মঞ্জেশকর।

 

সাধু ধ্যানেশ্বরের ভাবনাকে নবপ্রজন্মের সামনে তুলে ধরতে পেরে আবেগাপ্লুত লতা। এক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, “সাধু ধ্যানেশ্বেরর মতো এক মহান সাধুর ভাবনা ও কাজকে এই প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে আমি সম্মানিত। এটা আমার সৌভাগ্য। আমি ও আমার ভাই হৃদয়নাথ দু’জনেই ধ্যানেশ্বরের ভক্তিকে তুলে ধরতে চেষ্টা করেছি নবপ্রজন্মের কাছে। অ্যালবামটি তৈরি করতে আমাদের যতখানি ভাল লেগেছে, আমাদের আশা শ্রোতাদেরও গানগুলি শুনতে ততখানি ভাল লাগবে।”

একই ভাব প্রকাশ করেছেন পণ্ডিত হৃদয়নাথ মঞ্জেশকর। তিনি বলেছেন, “বিগত ৫০ বছর ধরে আমি আর লতাদিদি এই কম্পোজিশনের উপর কাজ করছি। কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে, লতাদিদি ধ্যানেশ্বরের ভাবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নিজের মতো করে। প্রত্যেক গানের ক্ষেত্রেই লতাদিদির এই জাদু আমরা অনুভব করতে পারি। এবারও তার ব্যতিক্রম হয়নি।”

Next Article