হাতে-লেখা চিঠি। যেন অতীতের মায়ার ভুবন। এই ভুবনের বাসিন্দা কেউ কি আজ টিঁকে আছেন? হয়ত কেউ বেঁচে নেই। আজ আমরা কেউ কাউকে চিঠি লিখি না। হাতে তো লিখিই না। মোবাইল স্ক্রিনে ছাপার অক্ষরে ফুটে ওঠে এক-একটা অক্ষর। সংক্ষিপ্ত। দ্রুতিময়। চিঠির জন্য আজ আমাদের আর কোনও অপেক্ষা নেই। অপেক্ষা করার সময়ও নেই। চিঠি আজ অবলুপ্ত। এই অবলুপ্তিকে সোশ্যাল মিডিয়ায় উসকে দিলেন লেখিকা স্যাম জাভেদ।
কিছুদিন আগেই কোনও এক অলস বেলায় কয়েকটা হাতে-লেখা চিঠি নিজের টুইটারে পোস্ট করেন স্যাম। অবশ্য এ যেমন-তেমন চিঠি নয়। বহু বছর আগে তাঁর কাকিমাকে লেখা বলিউডের সুপারস্টারদের হাতে-লেখা চিঠি।
We spoke with @samjawed65 and turned her lovely little thread into a lovely little story. If you were as intrigued her aunt Najma, do read. https://t.co/IeMeVT8xiv https://t.co/A3WdDts5Wo
— Aliya Nazki (@AliyaNazki) February 24, 2021
Awesome collection but I must say that it seems incomplete without Dilip Kumar Sahib. My mother who has been a great fan of him and has his autographed picture and letter which she keeps as a treasured possession. @TheDilipKumar https://t.co/sx6gDnQ6vr pic.twitter.com/zWFftyaE9U
— ?? (@drzfatima) February 26, 2021
একটা সময় সুপারস্টাররা ছিলেন সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে। স্বপ্নের মত। তখন পছন্দের সুপারস্টারদের চিঠি লিখতেন ফ্যানরা। আকাশের ঠিকানাতেই লেখার মত সেইসব চিঠি। চিঠি জুড়ে থাকত একরাশ অপেক্ষা। প্রতিটা অক্ষরে মিশে থাকত আকুতি “উত্তর কি আসবে?” এইভাবেই ছোটবেলায় সুপারস্টারদের চিঠি লিখতেন স্যামের কাকিমা মেহরুননিশা নাজমা। তিনি ছিলেন সিনেমার পোকা। সেই সময় বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন দিলীপ কুমার, ধমের্ন্দ্র, সায়রা বানু, রাজেন্দ্র কুমার, সুনীল দত্তরা। সবাইকে চিঠি পাঠাতেন ছোট্ট নাজমা। কী আশ্চর্য! এঁরা সবাই চিঠির উত্তর পাঠিয়ে ছিলেন তাঁদের ‘পাগল’ ফ্যান নাজমাকে। সুপারস্টারদের হাতে-লেখা সেই সব চিঠি! সেইসব চিঠি আজীবন নিজের কাছে আগলে রেখেছিলেন তিনি। এ তো কেবল চিঠি নয়, যেন সাত রাজার ধন এক মাণিক! মিশে আছে কত মন-কেমন! কত চাপা-ইচ্ছে! নিজের সবটুকু দিয়ে আদর করে সেইসব চিঠি বুকের মাঝে আগলে রেখেছিলেন নাজমাদেবী। মাঝে মাঝে ভাইজি স্যামকে সেইসব চিঠি দেখাতেন। আবার তুলে রাখতেন মণিকোঠায়।
২০০৬ সালে নাজমাদেবী মারা যান। রেখে যান এইসব মন কেমনের মণি-মুক্তো। সুপারস্টারদের হাতে-লেখা সেই সব চিঠি হাতে এসে পড়ে স্যামের। তিনি বলেন “চিঠিগুলো এমনিই হেলায় পড়েছিল। ধুলো জমেছিল চিঠির গায়ে। সেদিন হঠাৎ অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে চিঠিগুলো খুঁজে পেলাম। কী মনে হল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলাম।”
Lovely!! I think I was 16 or 17 please DM me the fan letter I send her https://t.co/IC617McPxw
— Tabassum (@tabassumgovil) February 24, 2021
কী আশ্চর্য! ভেসে গেল কমেন্ট-বক্স। সুপারস্টারদের হাতে-লেখা সেই সব ধুলো-মাখা চিঠি এক নিমেষে ম্যাজিক করল! নেটিজেনরা নস্ট্যালজিক হয়ে ভাইরাল করল সেই সব মন-কেমনের চিঠি। এইসব চিঠি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এতটাই ঝড় উঠেছে ন্যাশানাল ফিল্ম আর্কাইভের লোকজনও নড়েচড়ে বসেছেন। তাঁরা ইতিমধ্যেই যোগাযাগ করেছেন স্যামের সঙ্গে। সুপারস্টারদের হাতে-লেখা এইসব চিঠি তাঁরা সংরক্ষণ করতে চান।
আরও পড়ুন:জীবনের প্রথম অধ্যায় প্রায় শেষ হয়ে গিয়েছিল, কেন বললেন পূজা ‘বেগম’ ভাট?
হাতে-লেখা চিঠির মায়ার ভুবন তবে কি আজও রয়ে গেছে ‘রাতের সব তারা আছে দিনের আলোর গভীরে’-র মত?