শাড়ির আড়ালে ঢাকা বেবিবাম্প, মহাষ্টমীতে ভাইরাল কোয়েল-কবীরের ছবি
Koel Mullick: কিছু দিন আগেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। মল্লিক বাড়িতে এখন আনন্দের পরিবেশ। সেই ছাপই দেখা গেল তাঁদের পারিবারিক ছবিতে। মহাষ্টমীর দিন বেশ কিছু ছবি পোস্ট করেছেন কোয়েল। যেখানে দেখা যাচ্ছে সিলভার রঙের শাড়ি আর সেই সঙ্গে লাল রঙের ব্লাউজ।
কিছু দিন আগেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। মল্লিক বাড়িতে এখন আনন্দের পরিবেশ। সেই ছাপই দেখা গেল তাঁদের পারিবারিক ছবিতে। মহাষ্টমীর দিন বেশ কিছু ছবি পোস্ট করেছেন কোয়েল। যেখানে দেখা যাচ্ছে সিলভার রঙের শাড়ি আর সেই সঙ্গে লাল রঙের ব্লাউজ। নায়িকার এক পাশে বসেছিলেন রঞ্জিত মল্লিক এবং অন্য দিকে ছিলেন দীপা মল্লিক। আর অবশ্যই ছিলেন কোয়েলের স্বামী নিসপাল সিং রানে।
সকলের মাঝে মধ্যমণি আদরের একরত্তি কবীর। পরিবারের ছবি ছাড়াও মা-ছেলের খুনসুটির একগুচ্ছ ছবি পোস্ট করেন নায়িকা। শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই ভূমিষ্ঠ হবে কোয়েল এবং রানের দ্বিতীয় সন্তান। হিসেব বলছে এই মুহূর্তে সাত মাসের অন্ত্বঃসত্ত্বা কোয়েল। তাই নায়িকার ছবিতে অনেকেই মন্তব্য করেছেন তিনি বুঝি শাড়ির আঁচল দিয়ে স্ফীতোদর আড়াল করার চেষ্টা করছেন।
View this post on Instagram
নায়িকাকে ভালবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সবাই। ফলে নতুন অতিথি আসার খবর পেয়েই আরও খুশি সবাই। উল্লেখ্য, খবর শেয়ার করা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। কিছুদিন আগেও কোয়েল মল্লিককে নানা সাক্ষাৎকারে দেখা গিয়েছে। মুখ খুলেছিলেন আরজি কর কাণ্ডেও। এবছর মল্লিক পরিবারের ১০০ বছরের পুজোতেও যে থাকছে না উৎসবের আমেজ সেটাও জানিয়েছিলেন অভিনেত্রী।
এবার সকলের জন্য মোটেও খোলা থাকছে না মল্লিক পরিবারের দরজা। যে খবরে সকলের মন খারাপ হয়েছিল বটে, তবে সব মন খারাপ পলকে উবে গেল ৩ অক্টোবর কোয়েল মল্লিকের একটি পোস্টে। যেখানে স্পষ্ট অভিনেত্রী জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁর কোলে। শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী।