হলুদ বিকিনিতে ইয়ালিনি, রাজ-শুভশ্রীর ছুটি কাটানোর ছবি দেখলে হিংসে হবে

ছবির শুটিং, প্রচার,ইভেন্ট--- এক কথায় কাজের পর লেগেই আছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর। কিন্তু এত কাজের মধ্যেও পরিবারকে সময় দিতে ভোলেন না। তাই তো সপরিবারে বছর শেষে বেরিয়ে পড়েছেন ঘুরতে। বন্ধুবান্ধব সবাইকে নিয়েই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন রাজ এবং শুভশ্রী।

হলুদ বিকিনিতে ইয়ালিনি, রাজ-শুভশ্রীর ছুটি কাটানোর ছবি দেখলে হিংসে হবে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 4:00 PM

ছবির শুটিং, প্রচার,ইভেন্ট— এক কথায় কাজের পর লেগেই আছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর। কিন্তু এত কাজের মধ্যেও পরিবারকে সময় দিতে ভোলেন না। তাই তো সপরিবারে বছর শেষে বেরিয়ে পড়েছেন ঘুরতে। বন্ধুবান্ধব সবাইকে নিয়েই থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন রাজ এবং শুভশ্রী। সেই ছবিই সকাল থেকে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল। যদিও তাঁদের এই ট্রিপের মূল আকর্ষণ হলেন মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন নায়িকা। যেখানে ইয়ালিনিকে দেখা যাচ্ছে হলুদ রঙের বিকিনি পরে। সমুদ্রের পাড়ে বালি নিয়ে মাখামাখি রাজ-শুভশ্রীর কন্যের। অন্য দিকে দাদা ইউভানও ব্যস্ত বালিতে খেলতে। ছেলে-মেয়ের পাশাপাশি রাজ-শুভশ্রীও যে রোম্য়ান্টিক মুডে রয়েছেন তা বোঝা গেল রাজের পোস্ট দেখে। হাতে হাত দেওয়া একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন তিনি। তারপর রাজ লেখেন, “আমি যা করি শুধু তোমার জন্য।” সেখানে শুভশ্রী আবার মন্তব্যও করেছেন। যেখানে লিখেছেন, “আমার পুরো হৃদয়ই তো তোমার জন্য।”

কিছু দিন আগে সাক্ষাত্‍কারে কাজ বলেন,”আমি ছেলে মেয়ের থেকেও স্ত্রী শুভশ্রীকে গুরুত্ব দিই।” সম্প্রতি, মুক্তি পেয়েছে রাজ পরিচালিত ছবি ‘সন্তান’। মা লীলা চক্রবর্তীকে নিয়ে ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন রাজ চক্রবর্তীর সঙ্গে ছিলেন অবশ্যই স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ছেলে ইউভান চক্রবর্তী। রাজ এবং শুভশ্রী তাঁরা যে গুছিয়ে সংসার করছেন তা তাঁদের সমাজমাধ্যমের পোস্ট দেখেই বোঝা যায়। এ দিন প্রিমিয়ারের রাতে এমনই এক সুন্দর মুহূর্ত দেখা গেল। শাশুড়ির সঙ্গে শুভশ্রীরও দারুণ বন্ডিং। এ দিন দেখা যায় শাশুড়ি মায়ের গাল টিপে আদর করছেন নায়িকা। অভিনেত্রী বলেন,”মাকে ছবিটা দেখালাম। আগে মা রাজের সব সিনেমা দেখতেন। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মা কিছুতেই বাড়ি থেকে বেরোতে চান না। তবে এ দিন আমিই জোর করেছিলাম। বলেছিলাম তুমি না গেলে আমিও যাব না। তাই মা এলেন বাধ্য হয়ে। ছবিটা দেখে মা-ও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বুঝছি মায়েরও ভাল লেগেছে।”