প্রকাশ্যে বরুণ-নাতাশার বিয়ের একগুচ্ছ ছবি, দেখুন ফোটো অ্যালবাম

Jan 25, 2021 | 1:53 PM

বছরের শুরুতেই বলিপাড়ায় এক হেভিওয়েট বিয়ে। সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল। তাঁদের বিয়ের ফার্স্টলুক এর আগেই ধরা পড়েছেন পাপারাৎজির ক্যামেরায়। এ বার সামনে এল আরও একগুচ্ছ না দেখা ছবি।

1 / 8
বছরের শুরুতেই বলিপাড়ায় এক হেভিওয়েট বিয়ে। সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল। তাঁদের বিয়ের ফার্স্টলুক এর আগেই ধরা পড়েছেন পাপারাৎজির ক্যামেরায়। এ বার সামনে এল আরও একগুচ্ছ না দেখা ছবি।

বছরের শুরুতেই বলিপাড়ায় এক হেভিওয়েট বিয়ে। সাতপাকে বাঁধা পড়লেন বরুণ ধওয়ন এবং নাতাশা দালাল। তাঁদের বিয়ের ফার্স্টলুক এর আগেই ধরা পড়েছেন পাপারাৎজির ক্যামেরায়। এ বার সামনে এল আরও একগুচ্ছ না দেখা ছবি।

2 / 8
গতকাল অর্থাৎ ২৪ জানুয়ারি আরবসাগরের কুলে অবস্থিত আলিবাগের বিলাবহুল পাঁচতারায় বিয়ে করেন বরুণ-নাতাশা। বিয়ের ছবি শেয়ার করে বরুণ লিখেছিলেন, "অবশেষে অফিসিয়াল।" তাঁদের 'শাদি লুক' ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল অর্থাৎ ২৪ জানুয়ারি আরবসাগরের কুলে অবস্থিত আলিবাগের বিলাবহুল পাঁচতারায় বিয়ে করেন বরুণ-নাতাশা। বিয়ের ছবি শেয়ার করে বরুণ লিখেছিলেন, "অবশেষে অফিসিয়াল।" তাঁদের 'শাদি লুক' ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

3 / 8
কোভিডের কারণে আমন্ত্রিতর তালিকাতেও টানা হয়েছিল রাশ। ইন্ডাস্ট্রির সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন করণ জোহর, শশাঙ্ক খৈতান, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাসহ সহ অন্যান্য।

কোভিডের কারণে আমন্ত্রিতর তালিকাতেও টানা হয়েছিল রাশ। ইন্ডাস্ট্রির সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন করণ জোহর, শশাঙ্ক খৈতান, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাসহ সহ অন্যান্য।

4 / 8
মণীশের ডিজাইনেই সেজেছিলেন বলিউডের ওই লাভ বার্ডস। বরুণ পরেছিলেন ফ্লোরাল কাজ করা সিকুইন শেরওয়ানি। নাতাশা পরেছিলেন আইভরি রঙের 'ভি নেক' লেহেঙ্গা। মেকআপ থেকে সাজ... সবই ছিল ছিমছাম।

মণীশের ডিজাইনেই সেজেছিলেন বলিউডের ওই লাভ বার্ডস। বরুণ পরেছিলেন ফ্লোরাল কাজ করা সিকুইন শেরওয়ানি। নাতাশা পরেছিলেন আইভরি রঙের 'ভি নেক' লেহেঙ্গা। মেকআপ থেকে সাজ... সবই ছিল ছিমছাম।

5 / 8
নাতাশার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি বরুণ। আলিয়ার সঙ্গে পর পর বেশ কয়েকটি ছবি হিট হওয়ার পর  যখন ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক নিয়ে আলোড়ন চলছিল তখন নাতাশার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বরুণ।

নাতাশার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি বরুণ। আলিয়ার সঙ্গে পর পর বেশ কয়েকটি ছবি হিট হওয়ার পর যখন ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক নিয়ে আলোড়ন চলছিল তখন নাতাশার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বরুণ।

6 / 8
নাতাশা তাঁর ছোটবেলার বন্ধু। ইংরেজিতে যাকে বলে 'চাইল্ডহুড সুইটহার্ট'। একই স্কুলে পড়তেন দু'জনে। প্রথম দেখা বাস্কেটবল কোর্টে। ঠিক যেন সিনেমার মতো...

নাতাশা তাঁর ছোটবেলার বন্ধু। ইংরেজিতে যাকে বলে 'চাইল্ডহুড সুইটহার্ট'। একই স্কুলে পড়তেন দু'জনে। প্রথম দেখা বাস্কেটবল কোর্টে। ঠিক যেন সিনেমার মতো...

7 / 8
প্রথম দেখাতেই নাতাশাকে ভাল লেগে যায় বরুণের। তবে প্রোপোজ করেছিলেন অনেক পরে।  প্রথমেই যে নাতাশা 'হ্যাঁ' বলেছিলেন এমনটা মোটেও নয়। অনেক কষ্টে রাজি করাতে হয় তাঁকে।

প্রথম দেখাতেই নাতাশাকে ভাল লেগে যায় বরুণের। তবে প্রোপোজ করেছিলেন অনেক পরে। প্রথমেই যে নাতাশা 'হ্যাঁ' বলেছিলেন এমনটা মোটেও নয়। অনেক কষ্টে রাজি করাতে হয় তাঁকে।

8 / 8
সেই সম্পর্কই পরিণতি পেল অবশেষে। বাকি জীবনের জন্য 'এক' হলেন তাঁরা। 
ছবি- সোশ্যাল মিডিয়া

সেই সম্পর্কই পরিণতি পেল অবশেষে। বাকি জীবনের জন্য 'এক' হলেন তাঁরা। ছবি- সোশ্যাল মিডিয়া

Next Photo Gallery