‘মেজর মিসিং’, রণবীর বিরহে কাতর আলিয়া, শেয়ার করলেন ছবি

Mar 12, 2021 | 4:47 PM

দু'জনের দেখা হওয়ার কোনও সুযোগই নেই। অতঃপর এক নিরন্তর প্রতীক্ষা...

‘মেজর মিসিং, রণবীর বিরহে কাতর আলিয়া, শেয়ার করলেন ছবি
রণবীর-আলিয়া।

Follow Us

রণবীর কাপুর কে মিস করছেন আলিয়া। রাখঢাক না করে সোশ্যাল মিডিয়ায় অকপট স্বীকারোক্তি আলিয়ার। শেয়ার করলেন ছবিও। করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। অন্যদিকে করোনা রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবারই বাড়ি থেকে বেরনোর ছাড়পত্র পেয়েছেন আলিয়া। কিন্তু দু’জনের দেখা হওয়ার কোনও সুযোগই নেই। অতঃপর এক নিরন্তর প্রতীক্ষা…

আলিয়ার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের হাত শক্ত করে ধরে রয়েছেন তিনি। কারও মুখ দেখা যাচ্ছে না ঠিকই। তবে নীল ডেনিম আর হাতের গঠন বুঝিয়ে দিচ্ছে আলিয়ার সঙ্গের ব্যক্তিটি কে? ক্যাপশনে আলিয়া লিখেছেন, “মেজর মিসিং”। পিডিএ (পাব্লিক ডিসপ্লে অব অ্যাফেকশন)-র খুব একটা ভক্ত নন রণবীর-আলিয়া। তবু প্রেমিকের খারাপ সময়ে প্রকাশ্যেই তাঁর প্রতি অনুভূতি উজাড় করে দিলেন আলিয়া। আর লুকোছাপা নয়।

 


বৃহস্পতিবার শিবরাত্রির দিন পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন আলিয়া। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, ভগবানের কাছে তিনি কী চাইলেন? উত্তরে আলিয়া বলেন, “চেয়েছি স্পেশ্যাল কিছু। কিন্তু বলা যাবে না।” অনুরাগীদের ধারণা রণবীরের দ্রুত আরোগ্য কামনাই করেছেন তিনি।

গত মঙ্গলবার রণবীর কাপুরের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সে কথা ইনস্টাগ্রামে জানিয়ে রণবীরের মা নিতু কাপুর লেখেন আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। এর পরেই আলিয়াকে নিয়ে চিন্তায় পড়েন তাঁর অনুরাগীরা। তবে বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা নেগেটিভ হওয়ার খবর জানিয়ে আলিয়া লেখেন, “আমার জন্য সবাই উদ্বিগ্ন হয়েছিলেন তা আমি দেখেছি। জানিয়ে রাখি আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ডাক্তারের সঙ্গে কথা বলে এই কয়দিন নিজেকে আইসোলেশনে রেখেছিলাম। আজ থেকে আবার কাজে যোগ দিচ্ছি।” আলিয়া আরও যোগ করেন, “সবার শুভকামনার জন্য ধন্যবাদ। আমি নিজের খেয়াল রাখছি। আপনারাও একই কাজ করুন।”

 

 

Next Article