AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালে মালাইকা অরোরা! হঠাৎ কী হল?

সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মালাইকা অরোরার একটি ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা) সেখানে দেখা গিয়েছে, ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা। পরনে তাঁর কালো রঙের পোশাক। তবে ঠিক কী কারণে মালাইকা হাসপাতালে গিয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়।

হাসপাতালে মালাইকা অরোরা! হঠাৎ কী হল?
| Updated on: Oct 30, 2025 | 4:48 PM
Share

দেখুন কাণ্ড! গতকাল রাতেই মুম্বইয়ে অনুষ্ঠিত এনরিকে ইগলেসিয়াসের লাইভ কনসার্টে তুমুল আনন্দ করেছিলেন মালাইকা অরোরা (Malaika Arora)। আর সকাল হতেই হাসপাতালে! কী ঘটল বলিউডের মুন্নির সঙ্গে?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মালাইকা অরোরার একটি ভিডিয়ো (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা) সেখানে দেখা গিয়েছে, ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা। পরনে তাঁর কালো রঙের পোশাক। তবে ঠিক কী কারণে মালাইকা হাসপাতালে গিয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়।

এই ভিডিয়ো দেখে অনেকেই বলছেন, এই তো গতকালের অনুষ্ঠানে নাচছিলেন, আজকেই হাসপাতালে! অনেকে আবার মালাইকার অতিরিক্ত মদ্যপানের কথাও বলেছেন। তবে এই ভিডিয়ো ভাইরাল হলেও, এখনও পর্যন্ত মালাইকার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এমনিতেই বেশ কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন মালাইকা অরোরা। নেটিজেনরা মনে করছেন, মালাইকা তাঁর বয়স লুকিয়েছেন গত জন্মদিনের পার্টিতে। ৫২ বছরে পা দিয়ে ৫০ লেখা কেক কেটেছেন মালাইকা। আর তা নিয়ে এত শোরগোল। তবে ট্রোল হলেও, মালাইকা এই নিয়ে সেভাবে মুখ খোলেননি। বরাবরের মতো এড়িয়েই গিয়েছেন।

View this post on Instagram

A post shared by IWMBuzz (@iwmbuzz)

সম্প্রতি মালাইকাকে দেখা গিয়েছে থামা ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে। মালাইকার এই আইটেম নম্বর নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। এমনকী, মালাইকা নাকি নাচ ভুল গিয়েছেন বলেও খোঁচা দিয়েছিলেন নেটিজেনরা।