ফের বিয়ে করছেন মালাইকা! পাত্র কি অর্জুন কাপুর?
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন মালাইকা। তবে গত বছর দুজনেই প্রকাশ্যে জানিয়ে দেন, তাঁরা সিঙ্গল।

একদিকে প্রাক্তন স্বামী আরবাজ খান ফের বাবা হতে চলেছেন। অন্যদিকে মালাইকা অরোরাও কোমর বাঁধছেন দ্বিতীয় বিয়ের। হ্যাঁ, বলিউডে উড়ছে এমন খবরই। আর এই খবরের নেপথ্যে রয়েছে মালাইকার দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই মালাইকা বলেন, আমি বরাবরই ভালবাসা ও সম্পর্কে বিশ্বাসী। এমনকী, বিয়েতেও। তবে হ্যাঁ, আমার মনে হয় একটা মেয়ের বিয়ে করার আগে সময় নেওয়া উচিত। নিজেকে বোঝা উচিত। নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপরই বিয়ে করা উচিত। আসলে, আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম। সেটা আমার উচিত হয়নি।
এই সাক্ষাৎকারে মালাইকা আরও বলেন, আমি প্রচণ্ড রোমান্টিক মানুষ, ভালবাসায় থাকতে আমার ভাল লাগে। তাই প্রেম ও বিয়ের জন্য আমার মনের দরজা সব সময়ই খোলা! হয়তো দুম করেই ঘটে যেতে পারে সব।
মালাইকার এই কথা থেকেই গুঞ্জনপাড়া ইঙ্গিত পেল মালাইকার দ্বিতীয় বিয়ের। তবে কবে বিয়ে? পাত্র অর্জুন কাপুর কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে, মালাইকা কিন্তু মুখে কুলুপই এঁটেছেন। উলটে এক ফালি হেসে বলেছেন, ”সব সময়ের অপেক্ষা।”
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে বহুদিন প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন মালাইকা। তবে গত বছর দুজনেই প্রকাশ্যে জানিয়ে দেন, তাঁরা সিঙ্গল। তারপর থেকেই গুঞ্জনে আসে মালাইকা নাকি নতুন সম্পর্কে রয়েছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, মালাইকা কিন্তু স্পিকটি নট।
