AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাজতে গিয়ে সাজা! খোঁপায় ফুলের মালা দেওয়ায় বিমান বন্দরে আটক অভিনেত্রী, দিতে হল মোটা টাকা জরিমানা

যাওয়ার সময় অভিনেত্রীর বাবা তাঁকে ১৫ সেন্টিমিটারের একটি জুঁই ফুলের মালা কিনে দেন। সেই মালার কিছুটা তিনি খোঁপায় লাগান। আর বাদ বাকিটা রাখেন হাত ব্যাগে। আর ঠিক এখানেই ভুলটি করে ফেলেন নব্য়া।

সাজতে গিয়ে সাজা! খোঁপায় ফুলের মালা দেওয়ায় বিমান বন্দরে আটক অভিনেত্রী, দিতে হল মোটা টাকা জরিমানা
| Updated on: Sep 08, 2025 | 5:42 PM
Share

দেখুন কাণ্ড! শেষমেশ খোঁপায় দেওয়া জুঁই ফুলের মালাই যে বিপাকে ফেলবে দক্ষিণী অভিনেত্রী নব্য়া নায়ারকে তা কল্পনাও করতে পারেননি। তাও আবার বাবার কিনে দেওয়া মালা। আর সেই খোঁপার সাজের চোটেই রীতিমতো মোটা টাকা জরিমানা দিতে হল অভিনেত্রীকে। নাহ, এদেশে নয়। বরং কাণ্ডটা ঘটল অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে।

জানা গিয়েছে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নব্যা নায়ার অস্ট্রেলিয়ার গিয়েছিলেন মলয়ালি সম্প্রদায়ের ওনম উৎসবে অংশ নিতে। যাওয়ার সময় অভিনেত্রীর বাবা তাঁকে ১৫ সেন্টিমিটারের একটি জুঁই ফুলের মালা কিনে দেন। সেই মালার কিছুটা তিনি খোঁপায় লাগান। আর বাদ বাকিটা রাখেন হাত ব্যাগে। আর ঠিক এখানেই ভুলটি করে ফেলেন নব্য়া।

খোঁপায় ফুল ব্য়বহার করায় এবং ব্য়াগে ফুলের মালা রাখায় অস্ট্রেলিয়ার ‘বায়ো সিকিউরিটি ল’ ভঙ্গ করেন তিনি। আসলে এই আইন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বাইরে থেকে এমন কোনও জিনিস প্রবেশে বাধা দেওয়া হয় যা কোনও কীটপতঙ্গ এবং রোগ বয়ে আনতে পারে। কারণ, এর ফলে সেই দেশের মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।

নব্য়া জানিয়েছেন, আমি না জেনেই এই আইন ভঙ্গ করেছি। কিন্তু দেশের আইনকে তো মেনে নিতেই হবে। তাই ১.১৪ লাখ টাকা জরিমানাও দিয়েছি নিয়ম মেনে।