Viral Video: ‘…তোমার বাড়ি গিয়ে হানা দেব’, ভরা মঞ্চে নচিকেতাকে শাসন মমতার

Jul 24, 2024 | 8:35 PM

Nachiketa Chakraborty: মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে এবার মহানায়ক সম্মানে পুরস্কৃত হলেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলেদিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভরা মঞ্চে এ কী বললেন রাজ্যের তিনি?

Follow Us

নচিকেতা চক্রবর্তী। গানের জগতে এক উল্লেখ যোগ্য নাম। জীবনমুখী গান থেকে শুরু করে ধারাবাহিক, সিনেমা, কোথায় না গান গেয়েছেন তিনি? ভাগ্য পাল্টেছিল নয়ের দশকের প্রথমভাগে প্রকাশ পাওয়া এই বেশ ভাল আছি অ্যালবাম। যার হাত ধরে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন গায়ক। পাশাপাশি সঙ্গীত পরিচালকও ছিলেন বহু ছবির। আজও তিনি তাঁর কণ্ঠের মাধুর্য্যে সকলকে মাতিয়ে রাখেন। তিনি মানেই এক অন্য আবেদন। তিনি মানেই এক অন্য স্বাদের গান, সুর, তাল লয়। মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে এবার মহানায়ক সম্মানে পুরস্কৃত হলেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলেদিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভরা মঞ্চে এ কী বললেন রাজ্যের তিনি? কড়া ভাষায় শাসন করলেন ভাতৃসম নচিকেতা চক্রবর্তীকে।

কী বললেন মুখ্যমন্ত্রী?

রবীন্দ্র সঙ্গী থেকে শুরু করে জয়ন্তী মঙ্গলা কালী, বন্দিস, সবটাই করে। সে আজকেও গান গাইবে। মহানায়ক সম্মান তাঁর হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালবাসা থাকবে। শুধু একটাই অনুরোধ থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো! একদম খায়-দায় না। দেখুন চেহারাগুলো কী হয়েছে? খাওয়া দাওয়াটা একটু করতে হবে। এমনই সময় পিছন থেকেউ কেউ বোধহয় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অনুপ্রেরণার কথা বলে বসেন, ঘুরে সে কথারও উত্তর দিতে ভোলেন না তিনি। স্পষ্ট বলেন, অনুপ্রেরণা? আমি খাওয়াদাওয়া করি ঠিক সময়। আমি তো ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে, যে তার কোনও তুলনাই চলে না। নিজেকে তো ভাল থাকতে হবে একটু। আমি বলেছি, তুমি যদি খাওয়া দাওয়া না করো তোমার বাড়ি গিয়ে হানা দেব কিন্তু।

নচিকেতা চক্রবর্তী। গানের জগতে এক উল্লেখ যোগ্য নাম। জীবনমুখী গান থেকে শুরু করে ধারাবাহিক, সিনেমা, কোথায় না গান গেয়েছেন তিনি? ভাগ্য পাল্টেছিল নয়ের দশকের প্রথমভাগে প্রকাশ পাওয়া এই বেশ ভাল আছি অ্যালবাম। যার হাত ধরে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন গায়ক। পাশাপাশি সঙ্গীত পরিচালকও ছিলেন বহু ছবির। আজও তিনি তাঁর কণ্ঠের মাধুর্য্যে সকলকে মাতিয়ে রাখেন। তিনি মানেই এক অন্য আবেদন। তিনি মানেই এক অন্য স্বাদের গান, সুর, তাল লয়। মহানায়ক উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে এবার মহানায়ক সম্মানে পুরস্কৃত হলেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলেদিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভরা মঞ্চে এ কী বললেন রাজ্যের তিনি? কড়া ভাষায় শাসন করলেন ভাতৃসম নচিকেতা চক্রবর্তীকে।

কী বললেন মুখ্যমন্ত্রী?

রবীন্দ্র সঙ্গী থেকে শুরু করে জয়ন্তী মঙ্গলা কালী, বন্দিস, সবটাই করে। সে আজকেও গান গাইবে। মহানায়ক সম্মান তাঁর হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। আমাদের অনেক ভালবাসা থাকবে। শুধু একটাই অনুরোধ থাকবে, একটু খাওয়া দাওয়া করতে বলুন তো! একদম খায়-দায় না। দেখুন চেহারাগুলো কী হয়েছে? খাওয়া দাওয়াটা একটু করতে হবে। এমনই সময় পিছন থেকেউ কেউ বোধহয় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অনুপ্রেরণার কথা বলে বসেন, ঘুরে সে কথারও উত্তর দিতে ভোলেন না তিনি। স্পষ্ট বলেন, অনুপ্রেরণা? আমি খাওয়াদাওয়া করি ঠিক সময়। আমি তো ইচ্ছে করে কমিয়েছি, কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে, যে তার কোনও তুলনাই চলে না। নিজেকে তো ভাল থাকতে হবে একটু। আমি বলেছি, তুমি যদি খাওয়া দাওয়া না করো তোমার বাড়ি গিয়ে হানা দেব কিন্তু।

Next Article