জন্মদিনে মনখারাপ মনোজ বাজপেয়ীর, কেন?

রণজিৎ দে |

Apr 23, 2021 | 7:30 PM

শুটিংয়ের মাঝেই জন্মদিন পালন হল। তবু মন খারাপ অভিনেতার।

জন্মদিনে মনখারাপ মনোজ বাজপেয়ীর, কেন?
মনোজ বাজপেয়ী

Follow Us

আজ (২৩ এপ্রিল) মনোজ বাজপেয়ীর জন্মদিন। ৫২ ছুঁলেন অভিনেতা। কয়েকদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন অবশ্য করোনা-মুক্ত তিনি। ফের শুটিং শুরু করেছেন। জন্মদিনটাও শুটিং করে কাটালেন। শুটিংয়ের মাঝেই জন্মদিন পালন হল। তবু মন খারাপ অভিনেতার। জন্মদিনেও এক বিষণ্ণতা তাঁকে ঘিরে রেখেছে। কিন্তু কী এমন হল?

দেশজুড়েই করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। দ্বিতীয় দফায় করোনা ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। মানুষ আবার বিপদের মুখে। তাই মন ভাল নেই মনোজের। এক নৈরাশ্য তাঁকে গিলে খাচ্ছে। জন্মদিনে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমার মন ভাল নেই। নৈরাশ্যে ভুগছি। মানুষ আবার কঠিন পরিস্থিতির মুখে পড়ল। চারপাশে এত খারাপ খবর শুনতে হচ্ছে যে খুব অসহায় লাগছে। আমি শুধু প্রার্থনা করব মানুষ যেন সুস্থ থাকে। ভাল থাকে। মানুষের এমনিই এত সমস্যা, নতুন করে তাদের যেন আর ভুগতে না হয়।”

মনোজ বাজপেয়ী সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই অসহায়-বোধের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “কত মানুষ, কত পরিবার,কত বন্ধু এখন আক্রান্ত। কী ভীষণ কষ্টে আছে। চেনা-অচেনা সবার কাছেই মানুষ এখন সাহায্য চাইছে। এত অসহায় আমি আগে কখনও বোধ করিনি। যাঁরা আক্রান্ত, সবার জন্য আমি গভীর ভাবে প্রার্থনা করছি। খুব শীঘ্রই এই দুঃসময় কেটে যাবে। আপনারা সবাই বাড়ির ভেতর থাকুন।”

আরও পড়ুন:করোনা-মুক্ত হলেন সোনু সুদ

মনোজ বাজপেয়াী এই মুহূর্তে উত্তরাখন্ডে পরিচালক রাম রেড্ডির নতুন ছবির শুট করছেন। এই বছর তিনি ‘ভোঁসলে’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।

Next Article