অম্বানি পরিবারের গালা সেলিব্রেশনে গা ভাসিয়ে ছিলেন গোটা বিশ্বের বহু দাপুটে ব্যক্তিত্ব। বিভিন্ন মহল থেকে ভিভিআইপি-রা সামিল হয়েছিলেন এই সেলিব্রেশনে। অম্বানি পরিবারের ডাকে সাড়া দিতে বিদেশ থেকে বহু স্টাররাও হাজির হয়েছিলেন জামনগরে। অনন্ত অম্বানি ও রাধিকা মার্টেন্টের প্রিওয়েডিং বলে কথা। টানা তিনদিন ধরে চলে এই অনুষ্ঠান। অনেকেরই ধারণা এই অনুষ্ঠানে খরচ পড়েছে প্রায় ১০০০ কোটি টাকা। আয়োজন ছিল এলাহি। কিন্তু তারই মাঝে এবার সামনে উঠে এল অন্য খবর।ভারতে এসে এ কেমন অভিজ্ঞতা নিয়ে ফিরতে হল ফেসবুক কর্ণধার মার্ক জ়ুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানকে? এই পরিবারের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তাঁরাও। তবে এবার মিলল অন্য খবর, সেই পার্টিতেই নাকি খোয়া যায় প্রিসিলার নেকলেস।
প্রিওয়েডিং-এর অনুষ্ঠান চলাকালিন হঠাৎ প্রিসিলা লক্ষ্য করেন তাঁর গলার নেকলেসটা নেই। তখনই শোরগোল পড়ে যায়। ম্যানেজমেন্টকে জানানও হয় ঘটনাটি। মুহূর্তে সেই খবর সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ নয়, টানা সাড়ে তিন ঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি। তবে শেষমেশ সেই নেকলেস পাওয়া গিয়েছিল কি না, তা জানা যায়নি। তবে এই খবর সামনে আসতেই হাসির রোল নেটপাড়ার একাংশে।
কেউ কেউ আতিথিয়তা প্রসঙ্গে সরব হলেন, কেউ আবার ঘটনার তীব্র নিন্দা করলেন। তবে একশ্রেণি আবার কয়েকদিন আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম ডাউন হওয়ার খবর টেনে আনলেন। ঠিক কী কারণে হঠাৎ রাতে ফেসবুক ইনস্টা ডাউন হয়ে গিয়েছে, তার হদিশ এবার নাকি পেলেন তাঁরা। তাঁদের মন্তব্য, এই নেকলেস খোয়া যাওয়ার কারণেই সোশ্যাল মিডিয়া ডাউন হয়ে গিয়েছিল।