করিনা-সইফের বিয়েতে বাসন মাজা এই ছেলে কীভাবে কোটি টাকার মালিক হলেন?

Jun 18, 2024 | 6:19 PM

Saif-Kareena: ভাগ্যকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজস্থানে ফিরে আসেন আসিফ। থিয়েটারের গ্রুপে যোগ দেন। সেখান থেকেই অল্প অল্প করে ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে আলাপ শুরু তাঁর। অডিশনের পর অডিশন, ব্যর্থতা এ সবের মধ্যেই কাস্টিং ডিরেক্টরের সহযোগী হিসেবে কাজ করার অফার পান তিনি।

করিনা-সইফের বিয়েতে বাসন মাজা এই ছেলে কীভাবে কোটি টাকার মালিক হলেন?
এই ছেলে আজ কীভাবে কোটি টাকার মালিক?

Follow Us

মানুষের জীবনে কখন যে কী হয়ে কেউ বলতে পারে না। আজ যে রাজা কাল সে ফকির। বা হতে পারে উল্টোটাও। আসিফ খানকে চেনেন? তাঁর গল্পটা অনেকটা এরকমই। ঠিক যেন রূপকথার আখ্যান! সালটা ২০১০ সাল। হঠাৎ করেই আসিফের বাবা মারা যান। আসিফ মা’কে জানান তিনি অভিনয় করতে চান। নিম্নমধ্যবিত্ত পরিবারে ছেলের এই আবদার রাখা সম্ভব হয়নি মায়ের। তবু জেদ করেই মুম্বই চলে আসেন আসিফ। হাতে নেই কানাকড়ি! কিন্তু ওই যে অভিনয়ের ইচ্ছে ষোলোআনা। তাঁর কথায়, “টাকা পয়সা নেই। নিজের পেট চালানোর জন্য। ওখানেই এক পাঁচতারা হোটেলে কাজ করতে শুরু করি।” কাজের মাস ছয়েক বাদে একদিন আসিফ জানান ওই পাঁচতারায় নাকি বলিউডে হট অ্যান্ড হ্যাপেনিং জুটির বৌভাতের আসর বসতে চলেছে। সেই পাওয়ার কাপল আর কেউ নন, সইফ আলি খান ও করিনা কাপুর খান। রান্নাঘরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই বিয়েতে বাসনও মেজেছেন তিনি। কিন্তু অভিনেতা হওয়ার ইচ্ছে মরেনি। কখনও হোটেল, কখনও শপিং মলে কাজ করে পেটের খিদে তো মিটছিল তাঁর, কিন্তু মনের খিদে?

ভাগ্যকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজস্থানে ফিরে আসেন আসিফ। থিয়েটারের গ্রুপে যোগ দেন। সেখান থেকেই অল্প অল্প করে ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে আলাপ শুরু তাঁর। অডিশনের পর অডিশন, ব্যর্থতা এ সবের মধ্যেই কাস্টিং ডিরেক্টরের সহযোগী হিসেবে কাজ করার অফার পান তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সাইড রোলও জুটতে থাকে তাঁর। ‘টয়লেট, এক প্রেম কথা’, ‘পাগলাইট’এর মতো ছবিতে না চোখে পড়ার মতো চরিত্রে কাজ করতে করতেই হঠাৎই জীবন ঘুরে যায় তাঁর। মেলে জীবনের সবচেয়ে বড় ব্রেকটা। যে ব্রেকের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কী সেই কাজ জানেন? জনপ্রিয় ওয়েবসিরিজ জামতারায় এক উল্লেখযোগ্য চরিত্রে কাজের সুযোগ পান তিনি। এরপর একে একে ‘পাতাললোক’, ‘মির্জাপুর’-এ কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি।

শুধু কি তাই? ‘পঞ্চায়েত’ সিরিজের কথা ভুলে গেলেই বা চলবে কী করে? সিজন ওয়ানে যাকে আপনি সবচেয়ে বেশি ঘেন্না করেছেন সিজন তিনে তাঁকেই ভালবেসেছেন মন ভরে। নেপথ্যে আসিফের দারুণ অভিনয়। আর তাঁর সেই বিখ্যাত সংলাপ– ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’। ভিকি কৌশলের সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তেও কাজ করেছেন তিনি। হাতে রয়েছে ‘সেকশন ১০৮’, ‘কাকুড়া’, ‘নোরানি চেহরা’, ‘ইশক চকাল্লাস’, ‘দ্য ভার্জিন ট্রি’র মতো ছবিও। একসময় বাসন মেজেছিলেন সেলেব জুটির বিয়েতে, আজ নিজেই কোটি টাকার মালিক আসিফ। কথাতেই তো বলে, চিরদিন কাহারও সমান নাহি যায়।

Next Article