TV9 বাংলা ডিজিটাল: মিলিন্দ সোমান (Milind Soman)। বয়স ৫৫। কিন্তু সে তো শুধুই একটা সংখ্যা। অন্তত মিলিন্দের (Milind Soman age) জীবনে এ কথা অক্ষরে অক্ষরে সত্যি। আজ তাঁর জন্মদিন। আর বার্থডে বয় নিজেই নিজেকে গিফট করেছেন দারুণ একটা ছবি। সমুদ্রের ধারে দৌড়চ্ছেন মিলিন্দ। গায়ে কোনও পোশাক নেই। নগ্ন অভিনেতাকে ধরা হয়েছে ক্যামেরায়। আর এই ছবিটিই নিজেকে জন্মদিনে গিফট করেছেন মিলিন্দ।
এই মুহূর্তে গোয়ায় রয়েছেন মিলিন্দ। সঙ্গী স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। জন্মদিনের সকালে নিজের এই বিশেষ ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিলিন্দ লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি’। হ্যাশট্যাগে নিজের বয়সের উল্লেখও করেছেন। মডেল হিসেবে কেরিয়ার শুরু করা মিলিন্দ বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। কেরিয়ারের প্রথম থেকেই তিনি বড় অংশের মহিলা দর্শকের হার্টথ্রব। ৫৫-তে এসেও তাঁর ফ্যান ফলোয়িং কমেনি এতটুকুও।
Happy birthday to me ?
.
.
.
55 and running ! ? @5Earthy pic.twitter.com/TGoLFQxmui— Milind Usha Soman (@milindrunning) November 4, 2020
সোশ্যাল মিডিয়ায় মিলিন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতাও। তিনি লিখেছেন, ‘যে মানুষটি আমার হৃদয়, আমার আত্মা, তাকে জন্মদিনের শুভেচ্ছা… প্রত্যেকটা দিন তোমাকে সেলিব্রেট করি আমি…।’
অঙ্কিতার সঙ্গে মিলিন্দের বয়সের পার্থক্য অনেকটাই। প্রায় ২৯ বছর। তাই বিয়ের সময় চর্চায় ছিল এই জুটির বয়স। রীতিমতো ট্রোলড হতে হয় তাঁদের। যদিও সে সবে মোটেই পাত্তা দিতে নারাজ দম্পতি। জীবন উপভোগ করছেন তাঁরা। শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন দু’জনেই। সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ঘন ঘন আপডেটও দেন তাঁরা। কখনও বা মিলিন্দের মা-ও তাতে অংশ নেন। জন্মদিনটা গোয়ায় একেবারে নিজের মতো করে কাটাচ্ছেন মিলিন্দ। সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়ায় অগণিত ভক্তের শুভেচ্ছা।