‘ছোটবেলায় আমায় …’, কেন প্রেম আসেনি খোলসা করলেন মিমি

Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি কোথায় গেলেন? কাদের সঙ্গে পার্টি করলেন? কী পোশাক পরলেন সব নিয়েই দর্শক মনে একগুচ্ছ প্রশ্ন। তবে নায়িকা কিন্তু 'প্রাইভেট পার্সন'। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে মোটেই পছন্দ করেন না।

'ছোটবেলায় আমায় ...', কেন প্রেম আসেনি খোলসা করলেন মিমি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 9:00 PM

অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি কোথায় গেলেন? কাদের সঙ্গে পার্টি করলেন? কী পোশাক পরলেন সব নিয়েই দর্শক মনে একগুচ্ছ প্রশ্ন। তবে নায়িকা কিন্তু ‘প্রাইভেট পার্সন’। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে মোটেই পছন্দ করেন না। কিন্তু তাও প্রশ্ন তো থেকেই যায়।

\তিনি যেখানেই যান না কেন একটা প্রশ্ন হামেশাই উঠে আসে। তা হল মিমি কবে বিয়ে করবেন? তিনি কি আদৌ কোনও সম্পর্কে আছেন? সেই সব প্রশ্ন এড়িয়ে গেলেও নিজের ছোটবেলার কথা বলতে তিনি কোনও দিন ভোলেন না। অনেকগুলো বছর আগে ‘অপুর সংসার’শো-এ অতিথি হিসাবে এসেছিলেন মিমি। সেখানেই নিজের ছোটবেলার প্রেমের কথা তোলেন নায়িকা।

মিমি বলেন, “আমার ছোটবেলায় কোনও দিন প্রেম হয়নি। আমার মধ্যে মেয়ে সুলভ কোনও আচরণই কেউ দেখতে পেত না । তাই ছোট থেকে কোনও প্রেমই হয়নি আমার সেভাবে ।”

এ কথা বলতে বলতে নিজেই হেসে ফেলেন অভিনেত্রী। উল্লেখ্য, এখন যদিও চিত্রটা একেবারে আলাদা। নায়িকাকে যে কত জন মন দিয়ে বসে আছেন সেই সংখ্যা গোনা কঠিন। যদিও এখন নায়িকার জীবনে কাজ আর তাঁর তিন পোষ্য। তাদের নিয়েই অর্ধেক সময় কেটে যায় মিমির। সেই পোস্টই দেখা যায় তাঁর ইনস্টাগ্রামে। নায়িকার জীবনে বসন্ত উঁকি দিয়েছে কিনা সে কথা বলা খুবই কঠিন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অভিনেত্রী শুরু করবেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবির কাজ।