‘মেরুদণ্ড দিয়ে…’, R G Kar-এর নৃশংসতায় চাঁচাছোলা প্রাক্তন সাংসদ

Aug 11, 2024 | 7:01 PM

রাস্তায় সাধারণ। আরজি করের নারকীয় ঘটনায় সরব সাধারণ থেকে তারকারাও। কর্মস্থানেও নিরাপদ নয় নারী? আসল অপরাধী কে?

মেরুদণ্ড দিয়ে..., R G Kar-এর নৃশংসতায় চাঁচাছোলা প্রাক্তন সাংসদ
নৃশংসতায় চাঁচাছোলা মিমি

Follow Us

রাস্তায় সাধারণ। আরজি করের নারকীয় ঘটনায় সরব সাধারণ থেকে তারকারাও। কর্মস্থানেও নিরাপদ নয় নারী? আসল অপরাধী কে? ইত্যাদি নানা প্রশ্ন উঠে আসছে প্রতিনিয়ত। এবার এই ঘটনায় গর্জে উঠলেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। এক্স হ্যান্ডেলে নিজের মতামত ব্যক্ত করে মিমি লেখেন, “এমন শাস্তি হওয়া উচিৎ যে পরের বার এমন কোনও ঘটনা ঘটানোর আগে যেনো মেরুদণ্ড দিয়ে হিম স্রোত নেমে আসে।” এখানেই থামেননি তিনি। যোগ করেন, “কারও মেয়ে মারা গিয়েছে। কারও স্বপ্ন, কারও পরিবার… এই ক্ষতি কি ঠিক করা যায়? কোনও ক্ষমা নেই। আমি ওঁর সঙ্গে আছি।”

প্রসঙ্গত, R G KAR হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত আজ গোটা দেশ। একের পর এক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ডাক্তারী পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ সেই তালিকায় নাম লেখালো পিজি হাসপাতালের পড়ুয়ারাও। সবার সত্যকে সামনে আনার ডাক দিয়েছেন। এরই মধ্যে ফাঁস হয়েছে এক অডিয়ো কলও। যেখানে অভিযোগের আঙুল পড়ুয়ার উপরেই। কী ঘটেছিল সে রাতে? সেই পাশবিকতার আদপে বিচার হবে কি? আসল খুনির পরিচয় সামনে আসে কি? সেই উত্তরের দিকে তাকিয়েই গোটা বাংলা।