মীর আফসার আলিও। আরজি কর কাণ্ডে ঘুম উড়েছে তাঁরও। নারী সুরক্ষা কোথায়? দেশের বুকে কেন এই পরিস্থিতি, নারীরা স্বাধীনভাবে কবে বাঁচবে, কবে এই নারকীয় ঘটনা থামবে? পথে নেমে সকলেই তুলছেন প্রশ্ন। তালিকা থেকে বাদ পড়েননি মীরও। সোশ্যাল মিডিয়ায় রাত দখলের দাবির পাশে ছিলেন তিনি। লিখেছিলেন, ‘যাঁদের সব থেকে বেশী ক্ষতি হয়েছে, এই মিছিল তাঁদের। যোগ দিন। প্রতিবাদ করুন। মুখ বন্ধ রাখবেন না।’
এবার সোশ্যাল মিডিয়ায় এক অন্য ছবি তুলে ধরলেন মীর। লিখলেন, ‘আমাদের ওই মেয়েটি ওই ভাবে চলে গিয়ে আমাদের গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ-কে এক করে দিয়ে গেল! এখানে আমাদের বলতে যারা রাজনীতি বুঝি না। ভুল লিখে থাকলে ক্ষমা করবেন।’
গত কয়েকদিনের নানা আন্দোলন বারবার প্রমাণ করে দিয়েছে, রাজনীতি ভুলে এই নৃশংস হত্যার বিচার চায় সকলে। আর সেই ডাকে সকলে পা মিলিয়েছে গ্রাম, শহর, জেলা, রাজ্য, দেশ এক হয়ে আওয়াজ তুলেছে। তিলোত্তমা কাণ্ডে সুবিচারের দাবিতেই ১৪ অগস্ট, বুধবার রাতে পথে নামেন রাজ্যের মানুষ। সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে সামিল হয়েছিলেন সিনেপাড়ার সদস্যরাও। এই আন্দোলনে উৎসাহ দেওয়া থেকে শুরু করে সুযোগ সুবিধা মতো, যে যার নিকটবর্তী জমায়েতে হয়েছিলেন সামিলও। আজ, ১৮ অগাস্ট টলিপাড়া একযোগে নামছে পথে। সকলেই বিচারের আশায়। বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে, মনোবল ভাঙলে চলবে না বলেই দাবি টলিপাড়ার তারকাদের।