মালায়ালাম সুপারহিট ছবি ‘দৃশ্যম’-এবার হলিউডে

utsha hazra |

Feb 13, 2021 | 4:17 PM

হলিউডে পাড়ি মালায়ালাম সুপারহিট ছবি ‘দৃশ্যম’-এর। পরিচালক জানান হলিউডে রিমেক করার এই প্রস্তাবটি যিনি দেন, তিনিও একজন ভারতীয়।

মালায়ালাম সুপারহিট ছবি ‘দৃশ্যম’-এবার হলিউডে

Follow Us

এবার হলিউডে পাড়ি দিতে চলেছে মালায়ালাম সুপারহিট ছবি ‘দৃশ্যম’।২০১৩তে মুক্তিপ্রাপ্ত মোহনলাল বিশ্বনাথন অভিনীত এই থ্রিলার দর্শকমহলে বেশ নজর কাড়ে।মুক্তির প্রায় আট বছর পর মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। একটি সাক্ষাৎকারে এই সুখবরটা নিজেই জানালেন পরিচালক জীথু জোসেফ।

পরিচালকের জানান এই ছবি রিমেক হলেও তৈরি হতে চলেছে সম্পূর্ণ অন্য মোড়কে। দৃশ্যমএর ইংরেজি ভার্সন তৈরি হবে একটি মহিলা চরিত্রকে কেন্দ্র করে। পরিচালক আরও জানান হলিউডে রিমেক করার এই প্রস্তাবটি যিনি দেন, তিনিও একজন ভারতীয়। তবে ইংরেজি ভাষায় দৃশ্যমএ থ্রিলারের গন্ধ থাকলেও ছবিটি তৈরি হবে একজন মহিলা কে কেন্দ্র করে। একজন কন্যা সন্তানের মা। যিনি ক্রমশ ঘটিয়ে চলে অপরাধমূলক ঘটনা ।এইভাবেই এগোয় গল্প।মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে একাডেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। ‘দৃশ্যম’এর চিত্রনাট্য ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত উত্তর আসার অপেক্ষা।

 

দৃশ্যম ২’ হল মালায়ালাম ছবি ‘দৃশ্যম’এর সিক্যুয়েল। কোভিড পরিস্থিতির মধ্যেই শুটিং হয় এই ছবির। সব ধরনের সুরক্ষার কথা মাথায় রেখেই হয় শুটিং।মোহনলাল, মীনা, আনসিবা ছাড়াও এই সিক্যুয়েলে দেখা যাবে মুরলী গোপি, গনেশ কুমারসহ আরও অনেক অভিনেতাদের। ১৯ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ২’।

Next Article