কাশ্মীর ঢেকেছে বরফে। জমাট শীত সরে গিয়ে বসন্তের আভাস লেগে আছে কোনায় কোনায়। পহেল গাঁও এখন মনোরম। আর তাই ব্রেক মিলতেই মনামী পাড়ি দিয়েছেন কাশ্মীর। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলেই ঘুরতে যাওয়ার নানা মুহূর্ত। পাহাড়ের কোলে কখনও তিনি ‘কাশ্মীর কি কলি’, আবার কখনও বা নির্জন রাস্তায় তাঁর মুখে লাকি আলির গান।
কখনও খোলা চুলে উত্তুরে বাতাস ঢেউ খেলছে আবার কখনও বা পনি টেলে মাথা ঝাঁকিয়ে খুশির মেজাজ ধরে রাখছেন মনামী নিজেই। সোলো ট্রিপ নাকি সঙ্গে ‘বিশেষ বন্ধু’? জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় মনামীর প্রোফাইল জুড়ে শুধু তিনি আর তাঁর চোখ দিয়ে খুঁজে পাওয়া এক টুকরো কাশ্মীর।
ফাঁক পেলেই বেরিয়ে পড়েন মনামী। কখনও তাইল্যান্ডে বিমানবন্দরে ল্যান্ড করে তাঁর উড়ান আবার কখনও বা আরব সাগরে তীরে ফেলেন নোঙর। কখনও আবার বাড়ির কাছেই দার্জিলিং। ঘোরা চলছেই…ছোট বয়সে একবার বাবা-মায়ের সঙ্গে কাশ্মীর গিয়েছিলেন তিনি। ফের কাশ্মীরকে নতুন ভাবে এক্সপ্লোর করতে চান, করছেনও। সে কারণেই এই ট্রিপ। শহুরে ব্যস্ততাকে ফাঁকি দিয়ে মনামীর হৃদয় জুড়ে এখন শুধুই ভূস্বর্গ।