মাঘের শুরুতেই বলিউডে বিয়ের মরসুম। এই মাসেই বিয়ে করতে চলেছেন অভিনেতা বরুণ ধওয়ন এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালাল। বি-টাউনের খবর, এ বার বরুণের পথই অনুসরণ করতে চলেছেন বলিউডের আর এক অভিনেত্রী। ঘটনাচক্রে সেই অভিনেত্রী আবার বাঙালি। তিনি মৌনি রায়। বলিপাড়ার ফিসফাস বলছে, বিয়ের নাকি আর বেশিদিন বাকি নেই। পাত্র আবার দুবাইয়ের ব্যাঙ্কার। নাম সূর্য নাম্বিয়ার।
দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে সূর্য এবং তাঁর পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিও শেয়ার করেছেন মৌনির। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে সূর্যর পরিবারের সঙ্গেও নাকি বেশ ভাল সম্পর্ক মৌনির। এমনকি সূর্যর বাবা এবং মা’কেও নাকি মৌনি মা-বাবাই ডাকেন। গত বছর লকডাউন চলাকালীনই জানা যায়, গোটা লকডাউন নাকি দুবাইয়ের সূর্যের বাড়িতেই ছিলেন মৌনি।
এর আগে ২০১৯ নাগাদ মৌনির এক বন্ধু রূপালি প্রথম বার তাঁর এবং সূর্যের একসঙ্গে ছবি পোস্ট করায় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। যদিও সে সময় মৌনি বলেছিলেন, “যারা আমার কাছে ম্যাটার করে তাঁরা জানে আমি সিঙ্গল। সঠিক মানুষের অপেক্ষায় আছি। যাকে তাকে তো আর ডেট করতে পারব না!” ছবিটিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়।
বি-টাউনের খবর, সূর্যের মধ্যেই অবশেষে ‘মিস্টার রাইট’কে খুঁজে পেয়েছেন মৌনি। এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও মৌনি কিন্তু এ ব্যাপারে একেবারে চুপ। এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি তিনি।