গুরুতর দুর্ঘটনার মুখে ‘মাই নেম ইজ খান’-এর অভিনেতা, অবস্থা সঙ্কটজনক

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বলিউড অভিনেতা পরভিন দাস। তাঁকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি। অভিনেতার শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক।

গুরুতর দুর্ঘটনার মুখে 'মাই নেম ইজ খান'-এর অভিনেতা, অবস্থা সঙ্কটজনক
Getty Images Creative
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 2:28 PM

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বলিউড অভিনেতা পরভিন দাস। তাঁকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি। অভিনেতার শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। সূত্র বলছে, শনিবার ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পরভিন। আহত অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে আসা হয় বান্দ্রার বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রয়েছেন আপাতত। একগুচ্ছ ছবিতে অভিবয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। অনেক সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।

View this post on Instagram

A post shared by Parvin Dabas (@dabasparvin)

‘খোসলা কা ঘোষলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনি এমএমএস ২’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্কুবা ড্রাইভার এবং ফটোগ্রাফার। ২০০৮ সালে ২৩ মার্চ অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন। তাঁদের দুটি ছেলেও আছে। জয়বীর ও দেব। তিনি বান্দ্রার বাসিন্দা।

View this post on Instagram

A post shared by Parvin Dabas (@dabasparvin)

এর আগে অনেক অভিনেতার এমন দুর্ঘটনার খবরই পাওয়া গিয়েছে। তবে পরভিনের দুর্ঘটনার কথা শুনে চিন্তিত অনেকেই। এই খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সহঅভিনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সকলেরই আশা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অভিনেতা।