জীবনে বিচ্ছেদের ঝড়ের মধ্যেই ‘অন্তঃসত্ত্বা’ নবনীতা, সঙ্কটে পরিবার!

Jan 07, 2024 | 6:32 PM

Jeetu-Nabanita: গত বছরের মাঝামাঝি অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নবনীতা নিজেই। নানা সময়ে মতের পার্থক্যের কারণেই এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, জানিয়েছিলেম এমনটাই। যদিও সে সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

জীবনে বিচ্ছেদের ঝড়ের মধ্যেই অন্তঃসত্ত্বা নবনীতা, সঙ্কটে পরিবার!
নবনীতা দাস।

Follow Us

 

বিগত বেশ কিছু মাস ধরেই নবনীতা দাসের ব্যক্তিগত জীবনে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামনে এল মা হতে চলেছেন নায়িকা। শুধু কি তাই? তাঁর মা হওয়ায় সঙ্কটে পরিবার। কেউ যেন ক্ষতি করতে চাইছে তাঁর। আসলে ঘটেছে টা কী?

মা হচ্ছেন নবনীতা এ কথা একেবারেই মিথ্যে নয়, সত্যি। তবে তা বাস্তবে নয়। সবটাই রিল দুনিয়ায় এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। তাঁর অভিনীত চরিত্রের নাম কলি। সেই কলিই সন্তান জন্ম দিতে চলেছেন। অনুষ্ঠিত হয়েছে সাধের অনুষ্ঠান। এরই মধ্যে কলির ক্ষতি করতে চাইছে এক রহস্যময়ী। সাইকেল থেকে ফেলে দেওয়ার চেষ্টা, নানা অজুহাতে বিপত্তির সৃষ্টি করায় চরম সঙ্কটে নবনীতার ‘অনস্ক্রিন’ পরিবার। সকল বাধা কাটিয়ে কলি কীভাবে সন্তানের জন্ম দেন সে দিকেই এগচ্ছে ধারাবাহিকের প্লট।

বিয়ের ফুল ধারাবাহিকের একটি দৃশ্য।

গত বছরের মাঝামাঝি অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নবনীতা নিজেই। নানা সময়ে মতের পার্থক্যের কারণেই এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, জানিয়েছিলেম এমনটাই। যদিও সে সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। এও জানা যায়, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন নবনীতা। সে সময় যদিও নবনীতা দাবি করেছেন যা রটেছে তা মিথ্যে। অন্যদিকে জিতুও স্ত্রীকে নিয়ে কোনওদিন কোনও কটু কথা বলেননি। প্রসঙ্গত, গত বছর বড়দিনের দিন জিতুর সঙ্গে এক পুরনো ছবি ভাগ করে নিয়েছিলেন নবনীতা। এর আগে পুজোর সময় জিতু ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেও শেয়ার করেছিলেন ছবি। কেন এভাবে পুরনো কাসুন্দি ঘাঁটছেন তিনি? তবে কি আবারও জিতুকে নিজের কাছে পেতে চান নায়িকা? — উঠেছিল সেই প্রশ্নও। নায়িকা যদিও নীরব।

 

Next Article