অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর ভাই শামাস সিদ্দিকির মধ্যে নতুন ছবি নিয়ে শুরু হয়েছে এক বিবাদ। এক সাক্ষাৎকারে শামাস বলেন নওয়াজ ছবির জন্য ‘রিয়্যাল’ লুক চাইছিলেন এবং তিনি ‘কমার্শিয়াল’। শৈল্পিক মতান্তর সৃষ্টি হয়েছিল দুজনের মধ্যে। শামাসের ছবি ‘বোলে চুড়িয়াঁ’র সঙ্গে জুড়ে গিয়েছিল একের পর এক জল্পনা। ঠিক ছিল মৌনি রায় অভিনয় করবেন কিন্তু তাঁর বদলে এল তামান্না।
আরও পড়ুন প্রয়াত অভিনেতার প্রথম ওয়েব সিরিজ! সৌমিত্র ‘ম্যাজিক’ এবার ওটিটিতে
সংবাদমাধ্যমকে শামাস বলেন, “একজন পরিচালক আর অভিনেতার মধ্যে যা হয়ে থাকে তা-ই হয়েছিল” তিনি আরও বলেন ছবির তৃতীয় গানটি টুইট করেননি নওয়াজ। এ প্রসঙ্গে কথা হলে নওয়াজ শামাসকে বলেছেন, “আমার কোনও কিছু যায় আসে না, মানুষ পছন্দ করছে”। শামাস বলেন, “ও চেয়েছিল ছবিটিকে একটু রিয়্যালভাবে দেখতে আর আমি কমার্শিয়াল”
ছবির নির্মাতা রাজেশ ভাটিয়ার সঙ্গে মতবিরোধের পরে ‘বোলে চুড়িয়াঁ’ থেকে সরে দাঁড়ান অভিনেত্রী মৌনী রায়। যদিও এই প্রজেক্টটি ছাড়ার পর রাজেশ তাঁকে ‘অপেশাদার এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছিলেন। মৌনির মুখপাত্র বলেছিলেন যে অভিনেত্রী ছবিটিত ‘গরমিল’ রয়েছে মনে হয়েছে।
গত বছর থেকেই নওয়াজ এবং তাঁর ভাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। নওয়াজের স্ত্রী আলিয়া শামাসের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। শুধু তা-ই নয় নওয়াজের বিরুদ্ধে ছিল অভিযোগ। আলিয়া বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন অবধি করেছিলেন। তবে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি নওয়াজকে নিয়ে নিজের মত বদলেছেন।
“গত দশ দিন ধরে, আমি কোভিড ভাইরাসের বিরুদ্ধে লড়ছি, যার কারণে আমি মুম্বইয়ে আমার বাড়িতে আইসোলেশনে রয়েছি। নওয়াজ বর্তমানে লখনউতে শুটিংয়ে ব্যস্ত এবং আমাদের সন্তানদের যত্নও নিচ্ছে,” তিনি আরও বলেন যে তিনি এ বছর নওয়াজের ভাই শামসের সঙ্গে হোলিও খেলেছেন।
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর ভাই শামাস সিদ্দিকির মধ্যে নতুন ছবি নিয়ে শুরু হয়েছে এক বিবাদ। এক সাক্ষাৎকারে শামাস বলেন নওয়াজ ছবির জন্য ‘রিয়্যাল’ লুক চাইছিলেন এবং তিনি ‘কমার্শিয়াল’। শৈল্পিক মতান্তর সৃষ্টি হয়েছিল দুজনের মধ্যে। শামাসের ছবি ‘বোলে চুড়িয়াঁ’র সঙ্গে জুড়ে গিয়েছিল একের পর এক জল্পনা। ঠিক ছিল মৌনি রায় অভিনয় করবেন কিন্তু তাঁর বদলে এল তামান্না।
আরও পড়ুন প্রয়াত অভিনেতার প্রথম ওয়েব সিরিজ! সৌমিত্র ‘ম্যাজিক’ এবার ওটিটিতে
সংবাদমাধ্যমকে শামাস বলেন, “একজন পরিচালক আর অভিনেতার মধ্যে যা হয়ে থাকে তা-ই হয়েছিল” তিনি আরও বলেন ছবির তৃতীয় গানটি টুইট করেননি নওয়াজ। এ প্রসঙ্গে কথা হলে নওয়াজ শামাসকে বলেছেন, “আমার কোনও কিছু যায় আসে না, মানুষ পছন্দ করছে”। শামাস বলেন, “ও চেয়েছিল ছবিটিকে একটু রিয়্যালভাবে দেখতে আর আমি কমার্শিয়াল”
ছবির নির্মাতা রাজেশ ভাটিয়ার সঙ্গে মতবিরোধের পরে ‘বোলে চুড়িয়াঁ’ থেকে সরে দাঁড়ান অভিনেত্রী মৌনী রায়। যদিও এই প্রজেক্টটি ছাড়ার পর রাজেশ তাঁকে ‘অপেশাদার এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছিলেন। মৌনির মুখপাত্র বলেছিলেন যে অভিনেত্রী ছবিটিত ‘গরমিল’ রয়েছে মনে হয়েছে।
গত বছর থেকেই নওয়াজ এবং তাঁর ভাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। নওয়াজের স্ত্রী আলিয়া শামাসের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। শুধু তা-ই নয় নওয়াজের বিরুদ্ধে ছিল অভিযোগ। আলিয়া বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন অবধি করেছিলেন। তবে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বলেন যে তিনি নওয়াজকে নিয়ে নিজের মত বদলেছেন।
“গত দশ দিন ধরে, আমি কোভিড ভাইরাসের বিরুদ্ধে লড়ছি, যার কারণে আমি মুম্বইয়ে আমার বাড়িতে আইসোলেশনে রয়েছি। নওয়াজ বর্তমানে লখনউতে শুটিংয়ে ব্যস্ত এবং আমাদের সন্তানদের যত্নও নিচ্ছে,” তিনি আরও বলেন যে তিনি এ বছর নওয়াজের ভাই শামসের সঙ্গে হোলিও খেলেছেন।