‘একটু তো লজ্জা পান?’ মলদ্বীপে ভ্যাকেশন কাটানো সেলেবদের একহাত নিলেন ক্ষুব্ধ নওয়াজ

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 24, 2021 | 1:10 PM

মলদ্বীপে ছুটি কাটানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।  তিনি বলেন, “কোনও ভাবেই না। আমি আমার পরিবার নিয়ে আমার জন্মস্থান বুধনায় আছি। এটাই আমার মলদ্বীপ।"

একটু তো লজ্জা পান? মলদ্বীপে ভ্যাকেশন কাটানো সেলেবদের একহাত নিলেন ক্ষুব্ধ নওয়াজ
নওয়াজউদ্দিন সিদ্দিকি।

Follow Us

তিনি ভীষণ রাগী, অনেকটা তাঁর অভিনীত চরিত্রগুলোর মতো। তবে তা যে সবসময় প্রকাশ্যে আসে তা নয়। বলিউডের ভার্সেটাইল অভিনেতা Nawazuddin Siddiqui। এমন কঠিন পরস্থিতিতে রেগে যাওয়াটাও কি স্বাভাবিক নয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে লুটিয়ে পড়ছে মানুষের প্রাণ। হাসপাতাল বেড থেকে অক্সিজেনের সিলিন্ডারের জন্য চলছে অবিরাম প্রচেষ্টা। মানুষের প্রাণসংকট চারিদিকে কিন্তু এর মধ্যেও বলিউডের নামকরা সেলিব্রিটিরা পাড়ি দিচ্ছেন বিদেশ, ইন্টারন্যাশনাল ট্রিপ। তারপর মলদ্বীপে পৌঁছে ইনস্টাগ্রামের পোস্ট করছেনজলকেলীর ছবি।

 

আরও পড়ুন ভিডিয়ো: মা বাড়িতে নেই, ছোট্ট ইউভানের উপর ‘টর্চার’ চালিয়ে গেলেন রাজ

 

এসব দেখেশুনে নিজেকে ঠিক রাখতে পারেননি নওয়াজ। মুখ খুললেন ‘প্রিভিলেজড’-দের বিরুদ্ধে। “এই বিনোদন জগতের সেলিব্রিটিরা এমন এক সময়ে ভ্যাকেশনের ছবি পোস্ট করছেন যখন গোটা বিশ্ব সবচেয়ে মন্দ সময় কাটাচ্ছে।… মানুষের কাছে খাবার নেই আর আপনারা টাকা ছড়াচ্ছেন। কিছু তো লজ্জা করুন”

 

 

ছুটিতে যাওয়া অন্যায় না হলেও, ছবি পোস্ট করে দেখনদারিটা অন্যায়। এ প্রসঙ্গে ক্ষুব্ধ নওয়াজ বলেন, “আর কী নিয়ে এরা কথা বলবে? অভিনয়? দু’মিনিটে হাওয়া বেড়িয়ে যাবে। এই লোকগুলো মলদ্বীপ নিয়ে তামাশা শুরু করে দিয়েছে। আমি জানি না পর্যটন শিল্পের সঙ্গে এঁদের কী বোঝাপড়া রয়েছে। কিন্তু মানবিকতার খাতিরে, ছুটির আনন্দগুলো নিজের কাছে রাখুন। চারদিকে সংকট। কোভিড আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বুঝতে শিখুন। যাঁরা কষ্ট পাচ্ছে তাঁদের নিন্দা করবেন না।”

নওয়াজ মনে করেন যে সহানুভূতির অভাব, গুরুতর বিষয়ে কথা বলতে অক্ষমতা থেকে আসে। “একটি সম্প্রদায় হিসাবে, ভারতের এন্টারটেনার হিসেবে আমাদের আরও বড় হতে হবে।” বলেন নওয়াজ।

মলদ্বীপে ছুটি কাটানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।  তিনি বলেন, “কোনও ভাবেই না। আমি আমার পরিবার নিয়ে আমার জন্মস্থান বুধনায় আছি। এটাই আমার মলদ্বীপ।”

 

Next Article