শাড়ির সঙ্গে স্নিকার। সঙ্গে চলল হিপহপ– রেখা মানেই যেন নিয়ম ভাঙার অপর নাম। ৬৬তেও তিনি যেন চঞ্চলা কিশোরী। রিয়ালিটি শো-র মঞ্চে এসে আরও একবার নিজের মায়াজালে আচ্ছন্ন করলেন ইন্ডাস্ট্রির ওই চিরতরুণী।
রেখার লিপে ‘পরিণীতা’ ছবির জনপ্রিয় গান ‘ক্যয়সি পহেলি হ্যায় ইয়ে’ গাইতে উঠেছিলেন এক প্রতিযোগী। গান শুনে নিজের উচ্ছাস ধরে রাখতে পারেননি রেখা। গান গাইতে শুরু করেন তিনিও। উত্তেজিত হয়ে অনুষ্ঠানের বিচারক বিশাল দাদলানির কেশহীন মাথাকে তবলা ভেবে বাজাতেও শুরু করেন রেখা। তারপর নিজেই বলে ওঠেন, ‘পিকচার আভি বাকি হ্যায় বস’।
ভুল কিছু বলেননি তিনি। এর পরেই আসল চমক। তাঁর আইকনিক কাঞ্জিভরমের সঙ্গে স্নিকার পরে সটান মঞ্চে উঠে পড়লেন রেখা। এর পরেই জ্যাজ মিউজিকের সঙ্গে শুরু হল তাঁর হিপহপ স্টেপ। সঙ্গে আবার ক্লাসিক্যাল নাচও। কখনও আবার ইলেকট্রিক গিটার বাজানোর ভঙ্গিতে হাতের ওঠানাম– রেখা ম্যাজিকে তখন বোল্ড রিয়ালিটি শো-র মঞ্চ। এই বয়সেও এত এনার্জি আরও একবার প্রমাণ করে দিল, তিনি ‘রেখা’। যার শেষ নেই। যিনি সীমাহীন। আরও একবার বুঝিয়ে দিল, আজও তাঁকে স্ক্রিনে দেখলে বারবার কেন ‘দিল চিজ কেয়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে’…গেয়ে ওঠে মন…।