দেব প্যাটেলের প্রথম পরিচালিত ছবি ‘মাঙ্কি ম্যান’-এর স্বত্ত্ব কিনে নিল নেটফ্লিক্স

রণজিৎ দে |

Mar 13, 2021 | 6:05 PM

৩০ মিলিয়ন আমেরিকান ডলার দিয়ে ‘মাঙ্কি ম্যান’-এর বিশ্বব্যাপী স্বত্ত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। বছর থেকে ছবিটির স্ট্রিমিং শুরু হবে।

দেব প্যাটেলের প্রথম পরিচালিত ছবি ‘মাঙ্কি ম্যান’-এর স্বত্ত্ব কিনে নিল নেটফ্লিক্স
দেব প্যাটেল

Follow Us

‘স্লামডগ মিলেনিয়ার’খ্যাত অভিনেতা দেব প্যাটেলের মুকুটে এখন নতুন পালক। তিনি এখন শুধু অভিনেতা নন, পরিচালকও। লকডাউন চলাকালীন তিনি তাঁর প্রথম ছবি ‘মাঙ্কি ম্যান’ বানিয়ে ফেলেছেন। সেই ‘মাঙ্কি ম্যান’-এর স্বত্ত্ব কিনে নিল নেটফ্লিক্স।

৩০ মিলিয়ন আমেরিকান ডলার দিয়ে ‘মাঙ্কি ম্যান’-এর বিশ্বব্যাপী স্বত্ত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। স্পেন, ল্যাটিন আমেরিকা, পোল্যাণ্ড,রাশিয়া, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, হং কং এবং প্যান এশিয়া এরিয়া বাদ দিয়ে এই মোটা অঙ্কের টাকা দিয়ে ‘মাঙ্কি ম্যান’ কিনে নিয়েছে নেটফ্লিক্স। তবে কি উল্লেখিত জায়গাগুলোতে দেখা যাবে না ‘মাঙ্কি ম্যান’? নিশ্চয়ই যাবে। উল্লেখিত জায়গাগুলোর সঙ্গে আগে থেকেই নেটফ্লিক্স চুক্তিবদ্ধ। সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর থেকে ছবিটি স্ট্রিমিং হবে।

‘মাঙ্কি ম্যান’ প্রতিশোধের ছবি। ছবির ‘হিরো’ জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবেন তাঁদের বিরুদ্ধে যাঁরা একদিন সব কিছু কেড়ে নিয়েছিল তাঁর থেকে।মূল চরিত্রে অভিনয় করেছেন প্যাটেল নিজে। পরিচালনা এবং অভিনয় দুই-ই সামলেছেন তিনি। প্যাটেল ছাড়া ছবিতে অভিনয় করেছেন ‘মেড ইন হেভেন’খ্যাত সবিতা ধুলিপালা এবং প্যাটেলের সহ-অভিনেতা শার্লটো কোপ্লে।

আরও পড়ুন :ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে শিশুদের, ‘বম্বে বেগমস’ সম্প্রচার বন্ধের দাবি শিশু অধিকার সংরক্ষণ কমিশনের 

প্যাটেল নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। তাঁকে সাহায্য করেছেন জন কুলি এবং পল অঙ্গুনেওয়ালে। নেটফ্লিক্সের মত ওটিটি ‘মাঙ্কি ম্যান’ কিনে নেওয়ায় খুবই খুশি প্যাটেল। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “ লকডাউনের সময় শুটিং করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার ছোটবেলার কল্পনার গল্পকে শেষমেশ আমি যে সিনেমার বাস্তবে রূপায়িত করতে পেরেছি, সেটাই আমার কাছে খুব আনন্দের। নেটফ্লিক্সের জন্যই আমার গল্পটা এতদিনে আমাদের গল্প হয়ে উঠতে পারল। আমি সত্যি রোমাঞ্চিত।”

Next Article