ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে শিশুদের, ‘বম্বে বেগমস’ সম্প্রচার বন্ধের দাবি শিশু অধিকার সংরক্ষণ কমিশনের 

Mar 12, 2021 | 12:21 PM

বৃহস্পতিবার জারি হওয়া ওই নোটিসে এনসিপিসিআরের তরফে আরও দাবি করা হয়, ছবিতে প্রদর্শিত ওই সব দৃশ্য শিশুদের মনে যে শুধু কুপ্রভাব ফেলতে পারে তা নয়, একই সঙ্গে শিশুদের নির্যাতন ও শোষণের কারণ হতে পারে।

Follow Us

নারীদিবসেই মুক্তি পেয়েছে অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত নেটফ্লিক্সের ওয়েবসিরিজ় ‘বম্বে বেগমস’। মুক্তির চার দিন পরেই বিতর্কে জড়াল ওয়েবসিরিজ়টি। শিশু অধিকার রক্ষা সংক্রান্ত জাতীয় কমিশন  (এনসিপিসিআর) নোটিস জারি করে ওয়েবসিরিজ়টির সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে। তাঁদের অভিযোগ, ওয়েবসিরিজ়টিতে অপ্রাপ্তবয়স্কদের যৌনতা এবং মাদকসেবনের মতো ঘটনাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যা শিশুমনকে দূষিত করে দিতে পারে।

বৃহস্পতিবার জারি হওয়া ওই নোটিসে এনসিপিসিআরের তরফে আরও দাবি করা হয়, ছবিতে প্রদর্শিত ওই সব দৃশ্য শিশুদের মনে যে শুধু কুপ্রভাব ফেলতে পারে তা নয়, একই সঙ্গে শিশুদের নির্যাতন ও শোষণের কারণ হতে পারে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে স্ট্রিমিং বন্ধ করা না হলে নেটফ্লিক্সের বিরুদ্ধে ২০০৫ সালের সিপিসিআর (শিশু অধিকার সংরক্ষণ কমিশন)-এর ১৪ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। যদিও এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত ওয়েবসিরিজ়টির নির্মাতা বা নেটফ্লিকসের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

বম্বে বেগমে মুখ্য চরিত্রে রয়েছেন মহেশ ভাট কন্যা পূজা ভাট। এ ছাড়াও রয়েছেন সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ সহ নামজাদা চরিত্রাভিনেতারা। পরিচালকের আসনেও মহিলা প্রাধান্য। দায়িত্বে রয়েছেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব। বম্বের বুকে পাঁচ মহিলার বেঁচে থাকার কাহিনী নিয়েই সিরিজ। মাঝপথে এসে মেশে সমপ্রেম, হিংসা, রহস্য। মুক্তির পরে সমালোচক মহলে প্রশংসা অর্জন করলেও সিরিজ়টির ভবিষ্যৎ কী হতে চলেছে তা অবশ্য বলবে সময়।

 

নারীদিবসেই মুক্তি পেয়েছে অলংকৃতা শ্রীবাস্তব পরিচালিত নেটফ্লিক্সের ওয়েবসিরিজ় ‘বম্বে বেগমস’। মুক্তির চার দিন পরেই বিতর্কে জড়াল ওয়েবসিরিজ়টি। শিশু অধিকার রক্ষা সংক্রান্ত জাতীয় কমিশন  (এনসিপিসিআর) নোটিস জারি করে ওয়েবসিরিজ়টির সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে। তাঁদের অভিযোগ, ওয়েবসিরিজ়টিতে অপ্রাপ্তবয়স্কদের যৌনতা এবং মাদকসেবনের মতো ঘটনাকে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যা শিশুমনকে দূষিত করে দিতে পারে।

বৃহস্পতিবার জারি হওয়া ওই নোটিসে এনসিপিসিআরের তরফে আরও দাবি করা হয়, ছবিতে প্রদর্শিত ওই সব দৃশ্য শিশুদের মনে যে শুধু কুপ্রভাব ফেলতে পারে তা নয়, একই সঙ্গে শিশুদের নির্যাতন ও শোষণের কারণ হতে পারে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে স্ট্রিমিং বন্ধ করা না হলে নেটফ্লিক্সের বিরুদ্ধে ২০০৫ সালের সিপিসিআর (শিশু অধিকার সংরক্ষণ কমিশন)-এর ১৪ নম্বর ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। যদিও এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত ওয়েবসিরিজ়টির নির্মাতা বা নেটফ্লিকসের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

বম্বে বেগমে মুখ্য চরিত্রে রয়েছেন মহেশ ভাট কন্যা পূজা ভাট। এ ছাড়াও রয়েছেন সাহানা গোস্বামী, অম্রুতা সুভাষ সহ নামজাদা চরিত্রাভিনেতারা। পরিচালকের আসনেও মহিলা প্রাধান্য। দায়িত্বে রয়েছেন, অলঙ্কৃতা শ্রীবাস্তব। বম্বের বুকে পাঁচ মহিলার বেঁচে থাকার কাহিনী নিয়েই সিরিজ। মাঝপথে এসে মেশে সমপ্রেম, হিংসা, রহস্য। মুক্তির পরে সমালোচক মহলে প্রশংসা অর্জন করলেও সিরিজ়টির ভবিষ্যৎ কী হতে চলেছে তা অবশ্য বলবে সময়।

 

Next Article