TV9 বাংলা ডিজিটাল: নেটফ্লিক্সে (Netflix) মহাধামাকা। ডিসেম্বরের দু’দিন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন (Netflix Free subscription)। ইচ্ছেমতো দেখে নিন, আপনার পছন্দের ওয়েব সিরিজ-সিনেমা। এক মাসের ফ্রি ট্রায়াল তুলে দেওয়ার পর এই প্রথম ভারতীয় ইউজারদের জন্য এ হেন অভিনব ফিচার নিয়ে এল এই আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মটি। কার্ড ডিটেল লাগবে না। শুধুমাত্র নাম, ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরি করলেই নেটফ্লিক্স খুলে দেবে তার রকমারি বিনোদনের রঙিন দরজা।
কেন হঠাৎ শুধুমাত্র ভারতীয় গ্রাহকর জন্য এমন অফার দিতে চলেছে নেটফ্লিক্স? নেটফ্লিক্সের সিওও গ্রেগ পিটার্সের কথায়, “নেটফ্লিক্সে কী কী রয়েছে, তা আরও বেশি সংখ্যক মানুষকে বোঝানোর জন্যই আমাদের এই প্রয়াস। সপ্তাহের শেষ দু’টি দিন যদি বিনামূল্যে মানুষ নেটফ্লিক্স দেখতে পান তা ভাল ব্যাপার। আমরা আশা করছি, এই উদ্যোগের পর অনেক মানুষ নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হবেন।”
শুধুমাত্র মোবাইলেই নয়, স্মার্ট টিভি, গেমিং কনসোল, আইওএস এবং ল্যাপটপ থেকেও এই অফার পাওয়া যাবে। যদিও ফ্রি ট্রায়ালে এইচডি-তে ছবি বা সিরিজ দেখা যাবে না। দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা এসডি-তে।
তা হলে কোন দু’টি দিন এই মেগা অফার উপভোগ করতে পারবেন আপনি? নেটফ্লিক্স জানাচ্ছে, আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের ৫ তারিখ এবং ৬ তারিখ, এই দু’দিন ধরেই চলবে নেটফ্লিক্সের বাম্পার অফারটি।
লকডাউন চলাকালীন সিনেমা হল বন্ধ থাকার ফলে ওটিটি-র রমরমা বেড়েছে চুটিয়ে। মানুষ ঝুঁকেছে অনলাইনে। নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন সহ ওটিটি প্ল্যাটফর্মগুলিওতেও বেড়েছে সাবস্ক্রাইবারের সংখ্যা। দর্শকের চাহিদা বুঝে তারা নিয়ে আসছে রকমারি অরিজিনাল কনটেন্টও। ভারতীয় বাজারেও একই চিত্র। জনবহুল দেশ ভারতের আরও মানুষকে ‘ডিজিটাল মুখো’ করতে নেটফ্লিক্সের এই নয়া ‘ট্রিক’ কতটা কার্যকরী হবে এখন সেটাই দেখার।