AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nikhil Jain: নিখিলের পার্টিতে চাঁদের হাট, পোজ় দিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, তৃণারা

পুরুষদের জন্য নতুন কালেকশনের উদ্বোধন করলেন নুসরত জাহানের প্রাক্তন, ব্যবসায়ী নিখিল জৈন। রবিবার নিখিলের পার্টিতে তারকার মেলা। পাওলি থেকে অঙ্কুশ দেখা গেল সবাইকে।

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 5:51 PM
Share
রবিবার মেনসওয়্যারের নতুন কালেকশন লঞ্চ করলেন নিখিল জৈন। তাঁর নতুন ব্র্যান্ডের নাম 'রাঞ্ঝ।' স্বামীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন পাওলি দাম।

রবিবার মেনসওয়্যারের নতুন কালেকশন লঞ্চ করলেন নিখিল জৈন। তাঁর নতুন ব্র্যান্ডের নাম 'রাঞ্ঝ।' স্বামীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন পাওলি দাম।

1 / 7
নিখিলের এই নতুন শুরুতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলাও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন ‘শুভেচ্ছা ভাই, রাঞ্ঝ-র লঞ্চের জন্য। নতুন কালেকশন আসাধারণ। খুব খুশি তোমার জন্য। আরও আরও সফল হও। জলদি আবার দেখা হবে।’

নিখিলের এই নতুন শুরুতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলাও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন ‘শুভেচ্ছা ভাই, রাঞ্ঝ-র লঞ্চের জন্য। নতুন কালেকশন আসাধারণ। খুব খুশি তোমার জন্য। আরও আরও সফল হও। জলদি আবার দেখা হবে।’

2 / 7
অঙ্কুশ, ঐন্দ্রিলা ছাড়াও এই পার্টিতে দেখা গেল টলিপাড়ার আরও এক জনপ্রিয় জুটিকে। হলুদ শাড়িতে তৃণাকে দেখাচ্ছিল অন্যরকম।

অঙ্কুশ, ঐন্দ্রিলা ছাড়াও এই পার্টিতে দেখা গেল টলিপাড়ার আরও এক জনপ্রিয় জুটিকে। হলুদ শাড়িতে তৃণাকে দেখাচ্ছিল অন্যরকম।

3 / 7
সৌরসেনি মৈত্র, এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই এখন এই একটাই মুখ। নিখিলকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রীও।নিখিলের সঙ্গে হাসিমুখে পোজ় দিলেন সৌরসেনি।

সৌরসেনি মৈত্র, এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। সিনেমা থেকে ওয়েব সিরিজ সবেতেই এখন এই একটাই মুখ। নিখিলকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রীও।নিখিলের সঙ্গে হাসিমুখে পোজ় দিলেন সৌরসেনি।

4 / 7
বাঙালির ড্রইংরুমে এখন একটাই নাম। তা হল 'মিঠাই।'  টেলিভিশনের পর্দায় মিঠাই  উচ্ছ্বলতা ভীষণভাবে আকর্ষণ করে দর্শককে। নিখিলের পার্টিতে অন্য লুকে ধরা দিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ড।

বাঙালির ড্রইংরুমে এখন একটাই নাম। তা হল 'মিঠাই।' টেলিভিশনের পর্দায় মিঠাই উচ্ছ্বলতা ভীষণভাবে আকর্ষণ করে দর্শককে। নিখিলের পার্টিতে অন্য লুকে ধরা দিলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ড।

5 / 7
ঊষসী রায়। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ। অবাধ বিচরন তাঁর। নিখিলের পার্টিতে স্টাইলিস্ট  স্যান্ডি এবং নিখিলর সঙ্গে পোজ় দিলেন অভিনেত্রী।

ঊষসী রায়। টেলিভিশন থেকে ওয়েব সিরিজ। অবাধ বিচরন তাঁর। নিখিলের পার্টিতে স্টাইলিস্ট স্যান্ডি এবং নিখিলর সঙ্গে পোজ় দিলেন অভিনেত্রী।

6 / 7
মিশমি আর নিখিলের ড্রেস এককথায় বলা যায় পোশাকে তাঁদের রঙমিলান্তি। স্লিভলেস ব্লু ড্রেসে নিখিলের পার্টিতে মিশমিকে দেখাচ্ছিল দারুণ।

মিশমি আর নিখিলের ড্রেস এককথায় বলা যায় পোশাকে তাঁদের রঙমিলান্তি। স্লিভলেস ব্লু ড্রেসে নিখিলের পার্টিতে মিশমিকে দেখাচ্ছিল দারুণ।

7 / 7