সঞ্জয় লীলা বানসালীর ‘হীরা মাণ্ডি’-তে থাকছেন না কার্তিক আরিয়ান!

রণজিৎ দে |

Feb 05, 2021 | 1:36 PM

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল সঞ্জয় লীলা বানসালীর প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মাণ্ডি’-তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। কিন্তু সিনেমার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত একজন ‘হীরা মাণ্ডি’-তে কার্তিক আরিয়ানের অভিনয়ের সম্ভাবনার কথা নস্যাত করে দিয়েছেন।

সঞ্জয় লীলা বানসালীর ‘হীরা মাণ্ডি’-তে থাকছেন না কার্তিক আরিয়ান!
কার্তিক আরিয়ান

Follow Us

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছিল সঞ্জয় লীলা বানসালীর প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মাণ্ডি’তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এই নিয়ে নাকি দু’জনের মধ্যে বেশ কয়েকবার মিটিংও হয়েছে। এর আগে ‘গাঙ্গুবাঈ’তে অভিনয়ের জন্য কার্তিককে বলেছিলেন বনসালী। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে কার্তিক ‘গাঙ্গুবাঈ’ করতে পারেননি। কিন্তু “হীরা মাণ্ডি”তে সেই সুযোগ আর হারাতে চান না নাকি তিনি শোনা যাচ্ছিল এই নারী কেন্দ্রিক সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু সিনেমার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত একজন ‘হীরা মাণ্ডি’তে কার্তিক আরিয়ানের অভিনয়ের সম্ভাবনার কথা নস্যাত করে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও পুরুষ অভিনেতার নাম বানসালী ভাবেননি। যেহেতু এই ছবি নারীকেন্দ্রিক, তিনি এখন মহিলা প্রোটাগনিস্টদের কাস্টিং নিয়ে ব্যস্ত।

সঞ্জয় লীলা বানসালী

কাস্টিং নিয়ে বানসালী সব সময়ই খুব খুঁতখুঁতে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন মহিলা প্রোটাগনিস্টদের কাস্টিং হয়ে গেলে তবে উনি পুরুষ অভিনেতাদের কথা ভাববেন। শোনা যাচ্ছে মহিলা প্রোটাগনিস্টদের মধ্যে রেখা, শাবানা আজমি, টাবু, হুমা কুরেশিদের পছন্দ বানসালীর।

আরও পড়ুন :অবশেষে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান

হীরা মাণ্ডি’ মূলত ভারতপাকিস্তান বিভাজনের সময় যৌনকর্মীদের জীবনী নিয়ে ছবি। ফিল্মের প্রিপ্রোডাকশন সবে শুরু হয়েছে। তবে প্রথম ওয়েব সিরিজে প্রায় ১৯ বছর পর বালসালী আর সুরকার ইসমাইল দরবার আবার গাঁটছড়া বাঁধছেন। ‘দেবদাস’এ একসঙ্গে শেষ কাজ করেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে সিরিজের প্রথম দুটি এবং শেষ এপিসোড পরিচালনা করবেন সঞ্জয় লীল বনসালী। বাকি এপিসোড পরিচালনা করবেব বিভু পুরী। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে ছবির শুটিং শুরু হবে।

Next Article