‘টিভি-তে এখন এসব দেখব?’ নিতম্বে জল ঢেলে নোরার নাচ দেখে রেগে লাল দর্শক

Jan 31, 2024 | 3:21 PM

Nora Viral Video: হাতে জলের বোতল নিয়ে ফ্লোরে নোরা। নিতম্ব তুলে বাম্ব ডান্সে যে পোজ় নিলেত তাতে বিচারকদের মুখ খোলা থেকে গেল। নিজেই নিতম্বের জল ঢেলে এমন মোহময়ী রূপে ধরা দিলেন তিনি, যা দর্শকদের একশ্রেণি মোটেও গ্রহণ করতে পারলেন না।

টিভি-তে এখন এসব দেখব? নিতম্বে জল ঢেলে নোরার নাচ দেখে রেগে লাল দর্শক

Follow Us

নোরা ফাতেহি, প্রথম থেকেই যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। চেয়েছিলেন অভিনেত্রী হতে, এখন তিনি সিনেপাড়ার অন্যতম সেরা আইটেম গ্রাল। তাঁর নাচ থেকে শুরু করে গান, সবটাই দর্শক মনে বারবার জায়গা করে থাকে। বিভিন্ন রিয়্যালিটি শোয়ে জায়গা করে নিতে দেখা যায় নোরাকে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সকল ক্লিপিং। এবার ডান্স প্লাস প্রো-র মঞ্চে দেখা গেল তাঁকে। এদিন শোয়ে সিলভার রঙের স্কিন টাইট পোশাকে নজরে এলেন তিনি। যে মেটালিক পোশাকে বোল্ড লুকে ধরা দিলেন নোরা। আর ফ্লোরে নোরা মানে সেখানে নাচ থাকবে না তা কি হয়? ফলে ‘ডান্স মেরি রানি’ গানের সঙ্গে এবার তিনি পা মেলালেন।

তবে এই নাচ পর্দায় দেখা নাচের সঙ্গে অনেকটা আলাদা। হাতে জলের বোতল নিয়ে ফ্লোরে নোরা। নিতম্ব তুলে বাম্ব ডান্সে যে পোজ় নিলেত তাতে বিচারকদের মুখ খোলা থেকে গেল। নিজেই নিতম্বের জল ঢেলে এমন মোহময়ী রূপে ধরা দিলেন তিনি, যা দর্শকদের একশ্রেণি মোটেও গ্রহণ করতে পারলেন না।

ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায়। সঙ্গে কটাক্ষের বন্যা বয়ে গেল নেটপাড়ায়। নেটিজ়েনদের প্রশ্ন যেখানে পর্দায় সবে থাকা বিচারক, সেটে উপস্থিত দর্শকই অবাক হয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে টিভির পর্দায় সম্প্রচার কতটা যুক্তিসম্মত? কেউ লিখলেন- ”একটা সময় নোরার ভক্ত ছিলাম। বর্তমানে তাঁর এই জাতীয় স্তরের চ্যানেলে নাচ আমায় খুব দুঃখ দিল। এই ধরনের সম্প্রচারের জন্য কি এটা সঠিক প্ল্যাটফর্ম, খুব বেদনাদায়ক।” আবার কেউ লিখলেন- ”এসব টিভিতে দেখানো হচ্ছে? যদিও চ্যানেল এই ক্লিপিং এখনও পর্যন্ত রেখেছে। তা সম্প্রচারিত হওয়ার পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।”

Next Article