‘প্রতিশোধ’ নিতে চাইছেন নোরা ফতেহি। তাঁর ডিকশনারিতে ‘অনুশোচনা’ শব্দের কোনও অর্থ নেই। ঠিক সময়ে ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলেও আগাম জানিয়ে রেখেছেন নোরা। কী কারণে প্রতিশোধ? ফাঁস হল অবশেষে।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছিলেন নোরা। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “কোনওদিনই অনুশোচনা আমার পছন্দ নয়। আমার ভাল লাগে প্রতিশোধ। এবং বিশ্বাস করুন তা নিশ্চয়ই নেওয়া হবে।” শান্ত-মিষ্টি স্বভাবের নোরার এই জাতীয় হুমকিতে যখন অস্বস্তিতে ভক্তরা ঠিক তখনই যবনিকা পত্তন। টি-সিরিজের আগামী মিউজিক ভিডিয়ো ‘ছোড় দেঙ্গে’তে দেখা যাবে তাঁকে। আর ওই গানেই তাঁর এক শরীরে অনেক রূপ। কখনই তিনি গ্ল্যামারাস আবার কখনও বা ভয়ংকরী।
ইন্ডাস্ট্রির খবর, ওই সিঙ্গলসের প্রচারের জন্যই ইনস্টাগ্রামকে তুরুপের তাস করে নোরার ওই পোস্ট। বলিউডে নোরা এবং নাচ যেন সমার্থক। তাঁর বেলি ডান্সসহ যে কোনও ডান্স ফর্মেই বুঁদ অগণিত ভক্তকুল। ২০১৮ সালে ‘সত্যমেব জয়তে’ ছবির ‘সাকি সাকি’ নাচের মধ্য দিয়েই লাইমলাইটে চলে আসেন তিনি। এর পর অনেক ছবিতে ‘আইটেম নাম্বারে’ করেছেন নোরা। যদিও এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, তিনি সব ধরনের ছবিতে অভিনয় করতে চান। ‘একটি মেয়ে যে শুধুই আইটেম সং করে’– এই তকমা নিয়ে ঘুরতে চান না।সেই স্বপ্ন অবশ্য সত্যি হয়েছে তাঁর। ‘ভারত’ এবং ‘স্ট্রিট ডান্সার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে মাল্টিস্টারার ছবি ‘ভূজ’-এর কাজও।