ফের একবার মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। পেশাগত থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ বেশি বিজেপির–বললেন তৃণমূল নেত্রী।
নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানুর রহমানের সমর্থনে সভা করেছিলেন নুসরত। সেইখানেই তাঁকে বলতে শোনা যায়, “‘ওরা কী গসিপ করে? কে কী খাচ্ছে? কে কাকে বিয়ে করেছে? কে কাকে চুমু খাচ্ছে? ধর্ম নিয়ে এত মাতামাতি কেন? আগে নিজের কর্মটা ঠিক কর, সেটা পারল না।” ওই জনসভা থেকেই মাস্ক পরার আবেদনও করেন নুসরত। আবেদন করেন সামাজিক দূরত্ব বজায় রাখার যদিও তাঁর মুখে মাস্ক দেখা যায়নি।
আরও পড়ুন– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ‘বন্দিশ ব্যান্ডিটস’ খ্যাত অভিনেতার
প্রসঙ্গত, বিগত বেশ কিছু মাস ধরে নুসরতের ব্যক্তিগত জীবনও নেটিজেনদের আতসকাচে। নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এখন কারও অজানা নয়। আইনত তাঁদের বিচ্ছেদ না হলেও নিখিল এবং নুসরত আর একসঙ্গে থাকে না। উপরন্তু তৃণমূল নেত্রীর সঙ্গে এখন নাম জড়িয়েছে এ বারের নির্বাচনে চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্তর। শোনা যাচ্ছে, ফাঁক পেলেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। যদিও যশ-নুসরত এ ব্যাপারে নিশ্চুপ।
দিন কয়েক আগে নিজের এক নো-মেক আপ নিজস্বী পোস্ট করেছিলেন নুসরত। গালে ব্রণ, ত্বকও ঈষৎ রোদে পোড়া। লিখেছিলেন, “যেখানে জীবনই পারফেক্ট নয়… আমাদের ত্বক পারফেক্ট হবে কীভাবে? ট্যান বা যাবতীয় অসম্পূর্ণতাই নিজস্বতা তৈরি করে।” ভোটের প্রচার, ছবির শুট এবং গসিপকে সঙ্গে নিয়েই নুসরত জাহান এখন পুরদমে ব্যস্ত।