রমজাম মাসে মদ্যপান বিতর্কে সলমন, অবশেষে ভাইজান জানালেন…

Mar 17, 2024 | 7:46 PM

Salman Controversy: ‘টাইগার’ ছবির প্রমোশনের সময়ই নিজের কঠিন অসুখ নিয়ে মুখ খোলেন সলমন খান। জানান, ২০০১ সালে তিনি রীতিমত এক কঠিন রোগে ভুগছিলেন। স্নায়ুর সমস্যার কারণে ঠিক মতো হ্যাঁ-ও করতে পারতেন না তিনি।

রমজাম মাসে মদ্যপান বিতর্কে সলমন, অবশেষে ভাইজান জানালেন...

Follow Us

সলমন খান, বলিউডে পা রাখার পর থেকেই তিনি বারে বারে ব্যক্তিজীবনের কারণে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তাঁর কেরিয়ারের একাধিক অধ্যায় জুড়ে থাকা নানা বিতর্কে তিনি এক কথায় ভাইরাল। কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড হোক বা হিট অ্যান্ড রান কেস, সলমনকে নিয়ে বিতর্ক চলতেই থাকে। তবে রমজান মাসে মদ্যপান? এই খবর ছড়িয়ে পড়ার সময় ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন সলমন খান, তা হয়তো অনেকেরই অজানা ছিল। ‘টাইগার’ ছবির প্রমোশনের সময়ই নিজের কঠিন অসুখ নিয়ে মুখ খোলেন সলমন খান। জানান, ২০০১ সালে তিনি রীতিমত এক কঠিন রোগে ভুগছিলেন। স্নায়ুর সমস্যার কারণে ঠিক মতো হ্যাঁ-ও করতে পারতেন না তিনি।

সেই কারণেই দাঁতে দাঁত চিপে কথা বলতে হতো তাঁকে। যার ফলে কণ্ঠস্বরেও এক অদ্ভূত জড়ানো স্বর থাকত। যার কারণেই খবর তখন ছড়িয়ে পড়েছিল যে, তিনি রমজান মাসে মদ্যপান করেছিলেন। কিন্তু তিনি তেমন কোনও কাজই করেননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।

২০০১ রমজানের পবিত্র মাসে তিনি মদ্যপান করেননি। যদিও তাঁর কথা শুনে মনে হয়েছিল অনেকের তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। সেটা কেবলই তাঁর অসুখের কারণেই কণ্ঠস্বর তেমন শুনিয়েছিল মাত্র। তাঁর কথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে তাঁর মুখে। মুখ পুরো খুলতে না পারার কারণেই তাঁর কথা জড়িয়ে যেত সেই সময় বলেি সলমন খান দাবি করেন। এই রোগের অপর এক পরিচয় আত্মহত্যার প্রবণতাও। সলমনের কথায় তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা করান তাঁর এই সমস্যার। আমেরিকায় চলছিল তাঁর চিকিৎসা। সেই সময় কথা বলতে সমস্যা পাশাপাশি মুখে অসহ্য যন্ত্রণার জেরে রীতিমত নাজেহাল হতে হয় তাঁকে। তবে বর্তমানে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন সলমন খান। এখন রমরমিয়ে চলছে তাঁর ছবি। তিনি এখন বলিউডের টাইগার।