Oscar 2021: মরণোত্তর পুরস্কার পাবেন কি চ্যাডউইক বোসম্যান?তাকিয়ে গোটা বিশ্ব
অস্কার মঞ্চে মরণোত্তর পুরস্কার নতুন কিছু নয়। এর আগে দু’জন অভিনেতা এই পুরস্কার পেয়েছিলেন। চ্যাডউইক বোসম্যান যদি এবছর শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা ছিনিয়ে নিতে পারেন তিনি হবেন তৃতীয় মরণোত্তর অস্কারজয়ী অভিনেতা।
৯৩ বছরে পা দিল অস্কার। এই বছর শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অন্যান্যদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক ‘ব্ল্যাক প্যান্থার’বোসম্যান। তিনি এবছর অস্কার পেলে তা হবে মরণোত্তর অস্কার পুরস্কার। ‘মা রায়াইন’স ব্ল্যাক বটম’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এবছর মনোনীত হয়েছেন। এই ছবিতে একজন দৃঢ়চেতা শিঙ্গা-বাদকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
অভিনেতা চ্যাডউইক বোসম্যান আগের বছর আগস্ট মাসে কোলন ক্যানসারে মারা যান। চার বছর ধরে এই মারণ রোগের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। ‘মা রায়াইন’স ব্ল্যাক বটম’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্যই তিনি ৭৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার মঞ্চে মরণোত্তর পুরস্কার পেয়েছেন। গোল্ডেন গ্লোব পুরস্কার তাঁর আর নেওয়া হল না। এটাই তাঁর জীবনের প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার। অথচ তিনি আর এই পৃথিবীতেই নেই। তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন বোসম্যানের স্ত্রী সিমন বোসম্যান। এই পুরস্কার হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। তারপর নিজেকে সামলে বলেন “চ্যাডউইক বেঁচে থাকলে এই পুরস্কারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। নিজের মা-বাবাকে ধন্যবাদ দিতেন। তাঁদের ত্যাগের জন্য কৃতজ্ঞ থাকতেন। ছবির গোটা টিমকে ধন্যবাদ দিতে নিশ্চয়ই ভুলতেন না। ও বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক ভাল ভাল কথা বলত যা আমাদের সবাইকে উদ্দীপিত করত। ওঁর মতো করে বলার ক্ষমতা সত্যিই আমার নেই।” এবছর শ্রেষ্ঠ অভিনেতার জন্য অস্কার পেলেও সেই পুরস্কার তিনি নিজে হাতে পারবেন না। তাঁকে দেওয়া হবে মরণোত্তর পুরস্কার।
Congratulations to the Leading Actor nominees! #OscarNoms pic.twitter.com/zcxskAgt6Q
— The Academy (@TheAcademy) March 15, 2021
চ্যাডউইক বোসম্যান মার্ভেল ইউনির্ভাসের ‘ব্ল্যাক প্যান্থার’-এর চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। ‘ব্ল্যাক প্যান্থার’ ছাড়াও জ্যাকি রবিনসন, জেমস ব্রাউনের মত কালজয়ী কৃষ্ণাঙ্গদের চরিত্রে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান।
আরও পড়ুন:জুম নয়, সশরীরে হাজির থাকতে হবে অস্কারের মঞ্চে, সমালোচনার ঝড় বিভিন্ন মহলে
এবছর অস্কার মঞ্চে তাঁর অন্যান্য প্রতিযোগীরা হলেন রিজ আহমেদ (ছবি, সাউণ্ড অফ মেটাল), অ্যান্থনি হপকিন্স (ছবি, দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ছবি, দ্য ম্ঙ্ক) এবং স্টিভেন ইউন (ছবি, মিনারি)। সকলেই তাবড় তাবড় অভিনেতা। তবু গোটা বিশ্ব তাকিয়ে আছে বোসম্যানের দিকে। তবে অস্কার মঞ্চে মরণোত্তর পুরস্কার নতুন কিছু নয়। এর আগে দু’জন অভিনেতা এই পুরস্কার পেয়েছিলেন। এঁরা হলেন পিটার ফিঞ্চ (ছবি, নেটওর্য়াক) এবং হিথ লেজার (ছবি, দ্য ডার্ক নাইট রাইসেস)। চ্যাডউইক বোসম্যান যদি এবছর শ্রেষ্ঠ অভিনেতার শিরোপা ছিনিয়ে নিতে পারেন, তাহলে তিনি হবেন তৃতীয় মরণোত্তর অস্কারজয়ী অভিনেতা।