AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: অক্ষয়কে ভরসা করেই সঙ্কট, মাঝ পথে রাকুলকে বিপাকে ফেলে পালালেন আক্কি, ভাইরাল ভিডিয়ো

Ott Release: প্রত্যারকদের এভাবেই ফাঁদে ফেলতে হয়। এই ভিডিয়োতেই এখন বুঁদ নেটপাড়া। আগামী ছবির প্রমোশনেই তৈরি এই ভিডিয়ো।

Viral Video: অক্ষয়কে ভরসা করেই সঙ্কট, মাঝ পথে রাকুলকে বিপাকে ফেলে পালালেন আক্কি, ভাইরাল ভিডিয়ো
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 12:08 PM
Share

অক্ষয় কুমারকে বিশ্বাস করে শেষ ঠকতে হল রাকুল প্রীত সিংকে! সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ভাইরাল এই ভিডিয়োর দেখা মিলবে। অক্ষয় কুমার, প্রতিটা ক্ষেত্রেই যিনি দাপটের সঙ্গে নিজের রাজত্ব চালিয়েছে পর্দায়, তিনি বিগত কয়েকমাসে বক্স অফিসে লক্ষ্মীর মুখ দেখেননি। তবে অক্ষয় কুমার বসে থাকার পাত্র নন। প্রতিটা স্টার থেকে শুরু করে সাধারণ মানুষ, এক বাক্যে তা বিশ্বাস করেন। অক্ষয় কুমার বরাবরই এই বিষয় ভীষণ যত্নশীল। তাঁর মতে ছবি তৈরির জন্য তিনি খুব বেশি সময় নষ্ট করার পক্ষপাতী নন। খুব বেশি হলে ৬০ দিন। একবার এক সেলেব জানিয়েছিলেন, একটা বড় চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি নিতে যখন তাঁরা ঘরে ঢোকেন, আর নিজেকে তৈরি করে যখন তাঁরা বেরন, ততদিনে অক্ষয় কুমারের নতুন ছবির পোস্টার লেগে যায়।

আর তাই হিট-ফ্লপের হিসেব ভুলে একের পর এক কাজ করে চলেছেন অক্ষয় কুমার। এবার জুটি বাঁধলেন রাকুল প্রীতের সঙ্গে। তারই প্রমোশনে এবার এ কী করে বসলেন অক্ষয় কুমার! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো। অক্ষয়ের হাতে হাত রেখে রাস্তায় রাকুল, রাস্তার মাঝে জল, হিল পরা জুতোতে কীভাবে পার হবেন রাকুল! বুঝেই উঠতে পারলেন না। স্টারডার্ম ভুলে অক্ষয় রাস্তায় ধারে পরে থাকা ইঁট তুলে আনলেন। একের পর এক ইঁট পেতে পেতে রাকুলকে এগিয়ে যেতে সাহায্য করলেন, তারপর! জলের ঠিক মাঝখানে গিয়ে সরে গেলেন পাশ থেকে।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

বললেন প্রত্যারকদের এভাবেই ফাঁদে ফেলতে হয়। এই ভিডিয়োতেই এখন বুঁদ নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে। ২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কাটপুতলি। এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে রাকুল প্রীত ও অক্ষয় কুমারকে। ২ সেপ্টেম্বর ওটিটি-তে মুক্তি পেতে চলেছে কাটপুলতি। তারই প্রমোশনে এই ভিডিয়ো বানান। চলতি বছরে এই নিয়ে অক্ষয় কুমারের তৃতীয় ছবি মুক্তি। যা ঘিরে জল্পনা তুঙ্গে। বর্তমানে এই ভিডিয়োতেই মজে নেটপাড়া।