২০২২ সালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা বসু। মেয়ে জন্মের পরই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল পরিবারে। জন্মের সময়ই জানতে পেরেছিলেন বিপাশা তাঁর মেয়ে দেবীর হার্টে দুটো ফুটো। তারপর থেকেই রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারের। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে এমনই ভয়ানক ঘটনা সকলের সঙ্গে শেয়ার করে নেন বিপাশা বসু। তা শেয়ার করতে গিয়ে চোখে জল চলে এল বিপাশার। মুহূর্তে তাঁর মুখ থমথমে। জানালেন, সন্তান জন্মের সময়ই তিনি এই কথা জেনে গিয়েছিলেন। তবে থেকেই তাকে আগলে আগলে রাখা। মাত্র তিন মাস বয়সে ওপেন হার্ট সার্জারি হয় দেবীর। সেই সময়ের লড়াইটা ঠিক কতটা কঠিন ছিল, তা ভাষায় বোঝানোর নয়। এখন ভাল আছে দেবী। বর্তমানে তার বয়স ৯ মাস।
সন্তান জন্মের সময়ই জেনে গিয়েছিলাম, ও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট-এ ভুগছে। চোখে জল নিয়ে এদিন বিপাশা বলেন, মা হয়ে অন্যান্য মায়ের থেকে তাঁর সফর অনেকাংশে আলাদা ছিল। এই মুহূর্তে যে প্রশান্তি আমার চোখে মুখে রয়েছে, সেই মুহূর্তে এমনটা ছিল না। আমার সঙ্গে যা ঘটেছে আমি চাইব না, অন্য কোনও মাকে এই দিন দেখতে হয়। আমরা আগে থেকেই স্থির করেছিলাম, ওর এই অসুস্থতার কথা আমরা কাউকে জানাব না। তবে এই সময় অনেকেই আমায় সাহায্য করে ছিলেন, সাহস জুগিয়ে ছিলেন।
জন্মের পাঁচ মাস পার হতেই মেয়ের মুখের ছবি প্রকাশ্যে এনেছিলেন বঙ্গতনয়া বিপাশা বসু। অর্থাৎ এই অপারেশনের পরই তিনি মেয়ের ছবি প্রকাশ্যে আনেন। মেয়ে দেখতে কার মতো? বাবা করণ সিং গ্রোভারের মতো ‘পঞ্জাবি কুড়ি’ নাকি বাঙালি মায়ের আদল পেয়েছে সে? অবশেষে দেখতে ফেলেন তাঁদের ভক্তরা। মেয়ের ছবি শেয়ার করে বিপাশা লেখেন, “হ্যালো পৃথিবী, আমি দেবী। আমার নাম দেবী বসু সিং গ্রোভার।” মা ও বাবা দুজনের পদবীই রয়েছে তাঁর নামে।