AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepika-Janhvi: দীপিকাকে ঠকালেন জাহ্নবী, প্রকাশ্যে প্রশ্ন করলেন দীপিকা

'গেহরাইয়াঁ'-এ মজে আছেন দীপিকা। ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

Deepika-Janhvi: দীপিকাকে ঠকালেন জাহ্নবী, প্রকাশ্যে প্রশ্ন করলেন দীপিকা
দীপিকা পাড়ুকোন ও জাহ্নবী কাপুর।
| Edited By: | Updated on: Feb 01, 2022 | 11:39 PM
Share

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন বনি-শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা অভিনেত্রী জাহ্নবী কাপুর। এলা ফিটসজেরল্ডের একটি গান লুপে শুনতে দেখা যায় তাঁকে। এই কাণ্ড দেখে দীপিকা পাড়ুকোন সরাসরি তাঁকে প্রকাশ্যে জিজ্ঞেস করেছেন, কেন জাহ্নবী ‘গেহরাইয়াঁ’র টাইটেল গানটি শুনছেন না।

নিজের ক্লসেটের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তুলেছেন জাহ্নবী। আইফোন ১৩ থেকে তুলেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, “লুপে শুনছি এলা ফিটসজেরল্ডের এই গান।” আমেরিকার এক বিখ্যাত জ্যাজ় গায়িকার নাম এলা। তাঁকে জ্যাজ়ের রানি বলা হয়।

এই ছবি ও ক্যাপশন দেখে দীপিকা পাড়ুকোন আর চুপ থাকতেই পারেননি। সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন জাহ্নবীর পোস্টে। বলেছেন, “তুমি আমার ‘গেহরাইয়াঁ’র টাইটেল ট্র্যাক শুনছ না।” এর পর জাহ্নবীর উত্তর, “ইলাকে ভালবেসে গেহরাইয়াঁর সঙ্গে চিটিং করছি আমি।”

এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, “টাইটেল ট্র্যাকটি শোনা আমি বন্ধ করিনি। ছবিটি দেখার অপেক্ষায় আছি। আর ওয়েট করতে পারছি না।” ১১ ফেব্রুয়ারি, প্রেম দিবসের ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘গেহরাইয়াঁ’। শাকুন বাত্রা পরিচালনা করেছেন ছবিটি। অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে ও দায়রা কারওয়া। বর্তমান সময়ের সম্পর্কগুলির দিকে আয়না তুলে ধরেছেন শাকুন।

‘গেহরাইয়াঁ’র পর দীপিকাকে দেখা যাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’-এ। তেলেগু ছবি ‘প্রজেক্ট কে’তে অভিনয় করেছেন দীপিকা। সেই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং প্রভাস।

জাহ্নবীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রুহি’। গত বছর মুক্তি পেয়েছিল সেই ছবি। ছিলেন রাজকুমার রাও। এর পর জাহ্নবীকে দেখা যাবে করণ জোহরের ‘দোস্তানা ২’ ছবিতে। সিদ্ধার্থ সেনগুপ্তর ‘গুড লাক জেরি’ ও ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে ‘মিলি’তেও দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।

আরও পড়ুন: Jackie Shroff-Abhishek Bachchan: জ্যাকিকে সকলের চেয়ে কুল বলে আবেগে ভাসলেন জুনিয়র বচ্চন!

আরও পড়ুন: Kareena Kapoor-Twinkle Khanna: কোন ছবিতে টুইঙ্কল খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান?

আরও পড়ুন: Sreelekha Mitra: শুটিংয়ে ব্যস্ত শ্রীলেখা, চলছে ‘…এবং ছাদ’-এর শুটিং!