রাজের গ্রেফতারি, শিল্পাকে জিজ্ঞাসাবাদ– ‘হাঙ্গামা ২’ কি দর্শকের মনে ধরল?

সোশ্যাল মিডিয়া বলছে, 'হাঙ্গামা ২' নিয়ে নেটিজেনদের মনে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, যেন জোর করে হাসানো। তাতে সূক্ষ্মতা কম। মিজান এবং প্রণীতা- এই দুই নিউকামারের অভিনয়ও খুব একটা ঘায়েল করতে পারেনি দর্শককে।

রাজের গ্রেফতারি, শিল্পাকে জিজ্ঞাসাবাদ-- 'হাঙ্গামা ২' কি দর্শকের মনে ধরল?
হাঙ্গামা-২
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 11:25 PM

১৪ বছর পর কামব্যাক করেছিলেন শিল্পা শেট্টি। পরিচালক প্রিয়দর্শনের ‘হাঙ্গামা ২’ ছবির মধ্যে দিয়ে। কিন্তু যে ভাবে কামব্যাক করতে চেয়েছিলেন সেভাবে কামব্যাক করা হয়নি তাঁর। ছবি মুক্তির ঠিক চার দিন আগে ব্যক্তিগত জীবনেও উঠেছিল উথালপাথাল শিল্পা আর্জি জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগত জীবনের টানাপড়েন যেন ছবির ক্ষেত্রে অন্তরায় না হয়ে দাঁড়ায়। তাই হল কি?

সোশ্যাল মিডিয়া বলছে, ‘হাঙ্গামা ২’ নিয়ে নেটিজেনদের মনে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, যেন জোর করে হাসানো। তাতে সূক্ষ্মতা কম। মিজান এবং প্রণীতা- এই দুই নিউকামারের অভিনয়ও খুব একটা ঘায়েল করতে পারেনি দর্শককে। সিকুয়াল যখন তখন তুলনা আসবএই প্রথম পর্বের সঙ্গে। নেটিজেনদের একাংশের মতে, হাঙ্গামা ২ কমিক টাইমিং, চিত্রনাট্যর দিক দিয়ে হাঙ্গামার ধারে কাছে পৌঁছতে পারেনি। এক নেটিজেন লিখেছেন, “হাঙ্গামা ২ দেখে এতটাই হতাশ যে হাঙ্গামা ১ চালিয়ে দিয়েছি।” আর একজনের বক্তব্য , “হাঙ্গামা ১ যদি দেখে থাকেন ২ দেখবেন না। মন খারাপ হবে।” অনেকের মতে, প্রিয়দর্শন, ছবির পরিচালক হাসাতে ভুলে গিয়েছেন। তবে সে সব সত্ত্বেও শিল্পার অভিনয় খারাপ লাগেনি দর্শকদের।

শুক্রবার মুক্তি পেয়েছে হাঙ্গামা ২। মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। ওটিটিতে বক্স অফিসের ঝামেলা নেই, তাই বক্স অফিস কালেকশনেরও ব্যাপার নেই। তাহলে, কী ভাবছেন? রবিবারের ছুটির দিনে দেখে ফেলবেন নাকি ‘হাঙ্গামা ২’?

আরও পড়ুন-হেমন্তদাকে দেখতে যাব, বলেছিলেন উত্তমকাকু, কিন্তু ওঁর আর আসা হল কই: মৌসুমী চট্টোপাধ্যায়