Janhvi Kapoor: ‘প্রেমের জন্য পালিয়ে বেড়িয়েছি…’, সম্পর্ক নিয়ে এ কী বললেন জাহ্নবী
Relationship: এভাবে নয় সম্পর্ক হওয়া উচিত, পরিবারের সবার সম্মতি নিয়ে সবাইকে জানিয়ে তবেই সে সম্পর্ক সুষ্ঠভাবে টিকিয়ে রাখা যায় বলেই মনে করেন তিনি।
জাহ্নবী কাপুর, তাঁর মনের কোণে এই মুহূর্তে কে জায়গা করে নিয়েছেন তা নিয়ে গুঞ্জন বিভিন্ন মহলে। তবে এটাই কি তাঁর প্রথম প্রেম! এমনটা নয়। ছোট থেকেই বেশ কিছু বন্ধু ঘনিষ্ট হয়ে উঠেছিল জাহ্নবী কাপুরের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুরকে বলতে শোনা যায়, তাঁর জীবনে প্রথম প্রেম রীতিমতো সমস্যা সৃষ্টি করেছিল। তাই প্রথম প্রেমটা ছিল ওই খানিকটা লুকিয়ে চুরিয়ে মিথ্যে বলে পালিয়ে বেড়ানোর মতো। জাহ্নবী কাপুরের কথায়, এই প্রেমটা টেকেনি কেবলমাত্র একটাই কারণে, একটা সময় পর্যন্ত তিনি মিথ্যে বলে উঠতে পারেননি। দেখা করতে যাওয়ার হলেই মা বাবাকে মিথ্যে বলতে হতো। সত্যি লুকোতে রীতিমতো পালিয়ে বেড়াতে হতো। একটা সময় এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েন জাহ্নবী কাপুর। আর তখনই ঠিক করেছিলেন এভাবে নয় সম্পর্ক হওয়া উচিত, পরিবারের সবার সম্মতি নিয়ে সবাইকে জানিয়ে তবেই সে সম্পর্ক সুষ্ঠভাবে টিকিয়ে রাখা যায় বলেই মনে করেন তিনি।
যদিও প্রেমের বিষয়ে মেয়ে জাহ্নবী কাপুরের ওপর বিন্দুমাত্র আস্থা রাখতেন না শ্রীদেবী। জাহ্নবী কাপুর এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ”আমার মা সব সময় মনে করতেন আমি নাকি মানুষ চিনি না”। আর ঠিক সেই কারণেই এসব বিষয়ে আমার মা একেবারেই আমাকে ভরসা করতেন না। মা সব সময় চাইতেন আমার দেখে শুনে বিয়ে দিতে। প্রেম করলেই নাকি আমি ঠকে যাব ,এমনটাই মনে করতেন মা”। যদিও বর্তমানে জাহ্নবী কাপুরের কথায় তিনি এই বিষয়ে ভীষণ সচেতন। মনের মানুষ বাছাই করার ক্ষেত্রে তিনি দশ বার ভেবে তবেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী। আবেগে ভেসে গিয়ে সম্পর্কে জড়ানোর মত মানসিকতা তার নেই বলেই তিনি দাবি করেছিলেন। তবে এখন সম্পর্কের থেকেও বেশি তিনি নজর দিয়েছেন কেরিয়ারে।