Janhvi Kapoor: ‘রেজাল্ট দেখে আত্মবিশ্বাস পাই না আমি’, অভিনয় প্রসঙ্গে কী বললেন শ্রীকন্যা
Janhvi Kapoor: জাহ্নবী কাপুরকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত বর্তমান। তবে ফলাফল যে সর্বদা জাহ্নবী কাপুরকে অনুপ্রাণিত করে তা নয়।
করণ জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। একে করণের ছবিতে ডেবিউ, তার ওপর শ্রীদেবী কন্যা, সব মিলিয়ে এই সেলেবের যে ভাগ্যে চাকা ঘুরবেই তা কম বেশি সকলেই অনুমান করে নিয়েছিলেন। অবশেষে সেই ছবি মুক্তি পাওয়ার পর খুব একটা ভাল ফল করতে পারে না। তবে থেকেই জাহ্নবী কাপুরের লড়াই বর্তমান। একের পর এক ছবির প্রস্তাব হাতে এলেও কোনও মতেই তিনি নিজের জায়গা পাকা করে নিতে পারছেন না বিটাউনে। কোনওভাবেই বক্স অফিস হিটের তালিকাতে নাম উঠছে না তাঁর। যার ফলে জাহ্নবী কাপুরকে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত বর্তমান। তবে ফলাফল যে সর্বদা জাহ্নবী কাপুরকে অনুপ্রাণিত করে তা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মর্মে মুখ খোলেন জাহ্নবী।
একটি সাক্ষাত্কারে, জাহ্নবী কাপুর বলিউড বাবলকে জানান, “বর্তমানে আপনি রেজাল্টের উপর ভিত্তি করে নিজের মূল্যায়ন করতে পারবেন না… বর্তমানে এমন অনেককিছু আছে যা খুব খারাপ ছবি বা কাজকেও এমনভাবে ব্যখ্যা করবে, তা মনে হবে দারুণ কাজের সমান।” তিনি আরও বলেন, “ফলাফল থেকে আত্মবিশ্বাস পাই না আমি। অভিজ্ঞতা সঞ্চয় করাটাই মূল, অভিজ্ঞতা শেখা, আমার আত্মবিশ্বাস জোগায়। ”
সদ্য তিনি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। সেই ছবির কাজ করার সময় তিনি ঠিক কতটা পরিশ্রম করেছিলেন তার চর্চা ছিল বিটাউনে সর্বত্র। তবে কোথাও গিয়ে যেন তিনি নিজেই নিজের কাজ নিয়ে এখনও সন্তুষ্ট নন। নিজেই জানিয়েছিলেন জাহ্নবী, যতক্ষণ না নিজেকর সেরাটা তিনি দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তাঁর মনে কিন্তু থেকে যায়। তিনি বারে বারে পরিচালককে জিজ্ঞেস করতে থাকেন, তাঁর কাজ কেমন হয়েছে! যদিও জাহ্নবীর মনের ইচ্ছে তিনি কোনও বড় চরিত্রে অভিনয় করতে চান। গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি দেখে তাঁর তেমনটাই মনে হয়েছিল, যদি এই চরিত্র তাঁকে দেওয়া হতো।