Ghorer Bioscope Award 2023: ‘ওটিটির এই সম্মানটা প্রয়োজন ছিল…’, ঘরের বায়োস্কোপে পুরস্কার হাতে কী বললেন সৃজিত
Srijit Mukherjee: ওটিটি-কে এভাবে আলাদা করে সম্মান জানানোর প্রয়াস প্রথম TV9 বাংলাই নিল। আর সেই মঞ্চেই 'ফেলুদার গোয়েন্দাগিরি'র জন্য বিশেষ সম্মান পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
![Ghorer Bioscope Award 2023: 'ওটিটির এই সম্মানটা প্রয়োজন ছিল...', ঘরের বায়োস্কোপে পুরস্কার হাতে কী বললেন সৃজিত Ghorer Bioscope Award 2023: 'ওটিটির এই সম্মানটা প্রয়োজন ছিল...', ঘরের বায়োস্কোপে পুরস্কার হাতে কী বললেন সৃজিত](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/06/New-Picture-2023-06-27T154736.852.jpg?w=1280)
TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস নিয়ে গত তিন মাস ধরেই টলিউডে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। একের পর এক মনোনয়ন, কার শিরে ওঠে সেরার সেরা পুরস্কার, তা জানার আগ্রহে মুখিয়ে ছিলেন দর্শকেরা। চলেছে ভোট, ১২ জন সদস্য নিয়ে তৈরি জুরি টিম দিয়েছেন নিজেদের মতামত। সব মিলিয়ে নিরপেক্ষভাবে এই পুরস্কারকে সকলের সামনে তুলে ধরে TV9 বাংলা। এদিন সন্ধ্যায় সিনেপাড়ার বাঘাবাঘা সেলেবরা উপস্থিত হয়েছিলেন। কেউ পেলেন পুরস্কার, কেউ আবার পুরস্কার হাতে তুলে দিলেন। এদিন সকলেই ছিলেন TV 9 বাংলার বিশেষ অতিথি। টিভি স্টারদের পুরস্কার অতীতে দেওয়া হলেও, ওটিটি-কে এভাবে আলাদা করে সম্মান জানানোর প্রয়াস প্রথম TV9 বাংলাই নিল। আর সেই মঞ্চেই ফেলুদার গোয়েন্দাগিরির জন্য বিশেষ সম্মান পেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
পুরস্কার হাতে নিয়ে এদিন পরিচালক বললেন, ‘খুবই ভাল লাগছে, কারণ ওটিটি, এমন একটা জিনিস, এমন একটা বিপ্লব, যার এই পরিচিতিটা দরকার ছিল। আমরা সিনেমার জন্য এত অ্যাওয়ার্ড দেখি চারিদিকে, ওটিটি বা ওয়েব, সেটার জন্য কোনও অ্যাওয়ার্ড এর আগে ছিল না। এটা শুরু হয়েছে, দুর্দান্ত প্রয়াস। নিঃসন্দেহে ভীষণ ভাল লাগছে, ফেলুদার গোয়েন্দাগিরির জন্য এই পুরস্কারটি পেয়ে। ছোটবেলার স্মৃতিকে আবার ফেরত এনে, যে অবিশ্বাস্য একটা জার্নি, সেটা আমি গ্রহণ করেছি। আমায় অবশ্যই টোটার (টোটা রায়চৌধুরী) নাম নিতে হবে। ফেলুদা হিসেবে ও দুর্দান্ত। একেনবাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী জটায়ু হিসেবে দারুণ। ফলে আমার টিম দারুণ ছিল। প্রত্যেকে ভীষণ সাপোর্ট করেছে। আমার টিমের পক্ষ থেকে আমি এই পুরস্কারটি নিলাম। এছাড়া, শ্রীকান্ত, মণী, এসভিএফের সবাই যাঁরা সাপোর্ট করেছেন আমায় ফেলুদার জন্যে, তাঁদেরকেও ধন্যবাদ। খুব ভাল লাগছে।’
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)