Swara Bhasker: কোভিড পজেটিভ হতেই লাগাতার মৃত্যুকামনা, ছেড়ে কথা বললেন না স্বরাও
বেশ কয়েকটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন স্বরা। তাতে দেখা যাচ্ছে জনৈক পুলকিত আগরওয়াল স্বরার উদ্দেশে লিখছেন, "স্বরার এই খবর এখনও পর্যন্ত ২০২২-এর শ্রেষ্ঠ সংবাদ। আশা করছি তাঁর মৃত্যু হবে এবং নরকেও ঠাই হবে না"। আর একজনকে লিখতে দেখা গিয়েছে, "নরকে পচে মর। এই পৃথিবী তোর জন্য নয়"।
কোভিডে আক্রান্ত হয়েছেন স্বরা ভাস্কর। অভিনেত্রী কোভিড পজেটিভ হতেই দেখা গিয়েছে উলটপূরাণ। সুস্থতা কামনা তো দূরের কথা বরং অভিনেত্রী ক্ষতি চেয়ে এসেছে নানা টুইট। এমনকি তাঁর মৃত্যু কামনাও করেছেন কেউ কেউ। স্বরার নজর এড়ায়নি এই গোটা বিষয়টা। চুপ করে থাকেননি তিনিও। জবাব দিয়েছেন একেবারে কড়া ভাষায়।
বেশ কয়েকটি টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন স্বরা। তাতে দেখা যাচ্ছে জনৈক পুলকিত আগরওয়াল স্বরার উদ্দেশে লিখছেন, “স্বরার এই খবর এখনও পর্যন্ত ২০২২-এর শ্রেষ্ঠ সংবাদ। আশা করছি তাঁর মৃত্যু হবে এবং নরকেও ঠাই হবে না”। আর একজনকে লিখতে দেখা গিয়েছে, “নরকে পচে মর। এই পৃথিবী তোর জন্য নয়”।
পাল্টা অভিনেত্রীর জবাব, “আমায় ঘৃণা করা চিন্টু সোনারা, তোমাদের ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখো। আমার কিছু হয়ে গেলে তোমাদের রুজি রোজগার তো বন্ধ হয়ে যাবে। তারপর সংসার কী করে চলবে তোমাদের?”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন স্বরা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমার কোভিড হয়েছে। গত ৫ জানুয়ারি নিজেকে আলাদা রেখেছি। সব নিয়ম মেনে চলছি। যদি কেউ আমার সংস্পর্শে আসেন তাহলে দয়া করে পরীক্ষা করিয়ে নেবেন।” ট্রোলারদের বরাবরই কড়া জবাব দিয়ে থাকেন স্বরা। এ ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি। তবে সমাজের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন ওই ব্যবহার নিয়ে। বরাবরই সোজা সাপটা জবাব দেওয়া স্বরাকে পছন্দ অনেকের নাও হতে পারে, কিন্তু তাই বলে কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যুকামনা আদপে কতটা মানসিক সুস্থতার পরিচয় বহন করে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
And to my dear Nafrati Chintus and trolls praying for my demise.. doston apni bhaavnaaein kaabooo mein rakho.. mujhey kuch ho gaya toh aapki rozi roti chhin jaaegi.. ghar kaisey chalega ?!? ???♀️? pic.twitter.com/Tx7mq3zQOD
— Swara Bhasker (@ReallySwara) January 7, 2022
আরও পড়ুন- Jacqueline Fernandez: ‘বয়ফ্রেন্ড’ সুকেশের সঙ্গে গোপন ছবি ফাঁস হতেই কাতর আর্তি জানালেন জ্যাকলিন