Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandipta Sen: প্রেমিকের চোখ দেখেই সব ধরে ফেলেন, কেমন চলছে সন্দীপ্তার প্রেম?

Tollywood Relationship: নিজের মতন জীবনটাকে বাঁচতে পছন্দ করেন তিনি। অনেকে বলেন, পায়ের তলায় সরষে রয়েছে তাঁর। কয়েকমাস আগেই ইউরোপ থেকে ঘুরে এলেন তিনি। তবে একা নন, সঙ্গে ছিলেন তাঁর কাছের মানুষ। 

Sandipta Sen: প্রেমিকের চোখ দেখেই সব ধরে ফেলেন, কেমন চলছে সন্দীপ্তার প্রেম?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 2:08 PM

টলিউড স্টার সন্দীপ্তা সেন চুটিয়ে কাজ করছেন সিনেপাড়ায়। ওটিটি থেকে শুরু করে বড় পর্দা, তাঁর অভিনয় পলকে ভক্তদের নজর কাড়ে। টিভির পর্দায়ও দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানা আপডেট দিয়ে থাকেন ভক্তদের। কখনও ঘুরতে গিয়ে, কখনও আবার ছবির সেট থেকে। সম্পর্কও রাখেনি গোপনে। ছবি শেয়ার করে তারও ইঙ্গিত দিয়েছেন সন্দীপ্তা। অভিনয়ের পাশাপাশি তাঁর আরও এক পরিচিতি বর্তমান, মনোবিদ সন্দীপ্তা সেন। নিজের মতন জীবনটাকে বাঁচতে পছন্দ করেন তিনি। অনেকে বলেন, পায়ের তলায় সরষে রয়েছে তাঁর। কয়েকমাস আগেই ইউরোপ থেকে ঘুরে এলেন তিনি। তবে একা নন, সঙ্গে ছিলেন তাঁর কাছের মানুষ।

বর্তমানে সৌম্যর সঙ্গে প্রেম করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবিও শেয়ার করেন সন্দীপ্তা। সম্পর্ক ও সেই ট্রিপ নিয়ে টিভি ৯ বাংলাকে  সন্দীপ্তা বলেছিলেন, “এবারের ইউরোপ ভ্রমণে আর একা-একা যাইনি আমি। আমার সঙ্গে সৌম্য গিয়েছিল। জার্মানির মিউনিখে আমার দিদি আর জামাইবাবু থাকেন। ওদের সঙ্গে থেকেছি, কয়েকদিন সময় কাটিয়েছি। গিয়েছিলাম ফ্রান্সের প্যারিসে। অস্ট্রিয়াতে স্যালসবার্গ, হলস্ট্যাট, ইন্সব্রুকের মতো বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। সৌম্য আগেই ফিরে এসেছে কলকাতায়। আমি কিছুদিন কাটিয়েছি সেখানে। ”

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

ফলে বোঝাই যাচ্ছে এক কথায় সন্দীপ্তা এখন চুটিয়ে প্রেম করছেন। তবে সন্দীপ্তা বাস্তবে কেমন প্রেমিকা? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমি একজন খুব বাস্তববাদী মানুষ। আবেগে গা ভাসিয়ে দেওয়াতে বিশ্বাসী নই। তবে হ্যাঁ, একটা বিষয় ঠিক, আমি ওর সমস্তটাই খুব সহজে বুঝতে পেরে যাই। মুখে কিছু বলতে হয় না, চোখ দেখলেই ধরে ফেলি, মনোবিদ হওয়ার এটাই বড় সুবিধে। সদ্য মুক্তি পেয়েছে সন্দীপ্তার ছবি রাজস্থানে একেনবাবু। তার আগে শিকারপুর সকলের প্রশংসা কুড়িয়েছে।