Lock Upp: কঙ্গনার ‘লক আপ’-এ এবার আটকা পড়ছেন বীর দাস?
অতীতে বহুবার একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজনৈতিক মতভেদ অথবা কোনও ঘটনাকে কেন্দ্র করে হয়েছে বাকবিতন্ডা।
অতীতে বহুবার একে অপরের বিরুদ্ধে সরব হয়েছেন। রাজনৈতিক মতভেদ অথবা কোনও ঘটনাকে কেন্দ্র করে হয়েছে বাকবিতন্ডা। কিন্তু শোনা যাচ্ছিল, এক রিয়ালিটি শো’র মাধ্যমেই নাকি একসঙ্গে কাজ করছেন কঙ্গনা রানাওয়াত ও বীর দাস। কিন্তু না, সেটি হচ্ছে না। এ কথা নিজেই জানিয়েছেন বীর দাস। সাফ জানিয়েছে, এই ধরনের খেলায় তিনি একেবারেই আগ্রহী নন।
যে বা যারা এই ধরনের খবর ছড়াচ্ছেন তাঁদের উপর ক্ষোভ উগরে দিয়ে বীর লেখেন, “আমাকে কখনও এই শো’য়ের জন্য ডাকা হয়নি। আর হলেও আমি আগ্রহী নই এই সব রিয়ালিটি শো’র জন্য। কঙ্গনাকে শুভেচ্ছা”। প্রথম বার সঞ্চালকের ভূমিকায় আবির্ভাব হতে চলেছে কঙ্গনার। সঞ্চালনা করতে চলেছেন ‘লক আপ’ নামক এক রিয়ালিটি শো।
এখানে ১৬ জন প্রতিযোগীকে বন্দি করে রাখা হবে। তাঁদের সঙ্গে কী ঘটবে তাই নিয়েই এই রিয়ালিস্টিক শো। অনেকটা বিগবসের ধাঁচে হলেও প্রযোজক এএলটি বালাজির অন্যতম প্রধান একতা কাপুরের কথায়, শো’টি হতে চলেছে আরও হাজার গুণ কঠিন। এমএক্সপ্লেয়ার ও এএলটি বালাজির অ্যাপে দেখা যাবে এই শো। শুরু হতে চলেছে খুব শীঘ্রই। প্রসঙ্গত, এই মুহূর্তে ছবির কাজ নিয়েইও ব্যস্ত কঙ্গনা। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে ‘টিকু ওয়েড শেরু’ যেমন রয়েছে ঠিক তেমনই তাঁকে দেখা যাবে তেজাসেও। ওই ছবি মুক্তি পাওয়ার কথা এই বছরের ৫ অক্টোবর।
Hey all. Not sure who this journalist is. Or if journalism still exists. But just to clarify because there’s a lot of people writing to me. Have never been approached, and am not doing or interested in this. Wish Kangana and her cast all the very best being locked up. Cheers. pic.twitter.com/U63a1USyQ5
— Vir Das (@thevirdas) February 8, 2022
আরও পড়ুন: Amitabh-Abhishek-Milind: কেরিয়ারের শুরুতে প্রোডাকশন বয় ছিলেন অভিষেক!