Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Relationship: দু’বার গর্ভবতী, তাও কোন কারণে বিয়েতে রাজি নন অর্জুন-গ্যাব্রিয়েলা?

Arjun Rampal: দ্বিতীয় বার মা হতে চলেছেন অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়ালা। সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর নিজেই ঘোষণা করেছেন তিনি। বেবিবাম্পে নিজের ছবি শেয়ার করেছেন নিজেই।

Bollywood Relationship: দু'বার গর্ভবতী, তাও কোন কারণে বিয়েতে রাজি নন অর্জুন-গ্যাব্রিয়েলা?
দ্বিতীয় বার মা হতে চলেছেন অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়ালা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 12:14 PM

দ্বিতীয় বার মা হতে চলেছেন অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়ালা। সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর নিজেই ঘোষণা করেছেন তিনি। বেবিবাম্পে নিজের ছবি শেয়ার করেছেন নিজেই। ওদিকে আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “বাস্তব নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স?” গ্যাব্রিয়ালা ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। মালাইকা অরোরা থেকে শুরু করে কাজল আগরওয়াল হবু মা’কে জানিয়েছেন শুভেচ্ছা। প্রসঙ্গত, অর্জুন ও গ্যাব্রিয়ালার এক ছেলে রয়েছে। তাঁদের ছেলের নাম আরিক। তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে ট্রোলিংও। বিয়ে না করেও কেন বারংবার গর্ভবতী হচ্ছেন গ্যাব্রিয়ালা? নীতিপুলিশদের এই প্রশ্ন ধেয়ে এসেছে তাঁর দিকে। কেন তাঁরা বিয়ে করেন না, সে ব্যাখ্যা আগেই দিয়েছিলেন অর্জুন রামপাল। জানিয়েছিলেন, সম্পর্কের গভীরে গেঁথে থাকা এক সত্যিকে। বিগত বেশ কিছু বছর ধরে লিভইন সম্পর্কে রয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়ালা। অর্জুন বলেছিলেন, “আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে। মনে মনে অনেক দিন আগেই হয়ে গিয়েছে। একটা খাতা পেনে সই কি শুধু সেই বিয়েকে মান্যতা দিতে পারে? আমাদের সেটা মনে হয় না। আর তা ছাড়া ও নিজেই এই সব বিয়ে টিয়ে চায় না।” হ্যাঁ, তিনি দাবি করেছিলেন তাঁর প্রেমিকাই বিয়ে করতে চান না। এই বেশ ভাল আছি– এই মনোভাব নিয়েই আগামী দিনগুলো কাটিয়ে দিতে চান, দু’জন দু’জনের পাশে থেকে।

এর আগে মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। ২০১৮ সালে এক বিবৃতির মাধ্যমে তাঁরা জানেন, তাঁদের পথ আলাদা হচ্ছে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। ১৯৮৬ সালে মেহের ফেমিনা মিস ইন্ডিয়ায় বিজয়ী হন। একসময় তিনি ছিলেন সুপারমডেল। অর্জুনের কেরিয়ারও শুরু মডেলিং দিয়েই। বিয়ের প্রায় কুড়ি বছর পর আলাদা হন তাঁর। অর্জুন ও তাঁর প্রথম স্ত্রীয়ের দুই মেয়ে রয়েছে। নাম মাহিকা ও মাইরা। অন্যদিকে অর্জুনের এখনকার প্রেমিক কিন্তু আদপে দক্ষিণ আফ্রিকার। এখানে এসেছিলেন কাজের খোঁজে। আলাপ হয় অর্জুনের সঙ্গে। হয় প্রেম। হয় ভালবাসা…। আপাতত দু’জনে মজে আছেন দু’জনের প্রেমে।