AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman-Katrina: ক্যাটরিনা-সলমনের বিয়ে নিয়ে বিশেষ পর্ব? রিয়েল না হলেও রিল লাইফে নয়া জল্পনা

Viral News: এই সিরিজের একটি পর্বের নাম ‘ফ্রান্স ওয়েডিং’ এখানেই দুই সিনেপাড়ার জনপ্রিয় স্টারের বিয়ে দেখানো হয়। যেখানে তাঁদের অতীতের গল্পে চোখ রাখলে তা দুইয়ে দুইয়ে চার হয়ে যায়।

Salman-Katrina: ক্যাটরিনা-সলমনের বিয়ে নিয়ে বিশেষ পর্ব? রিয়েল না হলেও রিল লাইফে নয়া জল্পনা
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 3:02 PM
Share

এ যেন সত্যি স্বপ্নপূরণ! ক্যাটরিনা কাইফ  পর্দায় পা রাখার পর থেকেও তাঁকে ও সলমন খানকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। শোনা গিয়েছিল গোপনে এই জুটি একে ওপরকে মন দিয়েছেন। ঐশ্বর্য রাই বচ্চনের শোক ভুলে আবারও রঙিন ভাইজান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সেই সমীকরণ। ক্যাটরিনার জীবনে একের পর এক প্রেম উঁকি দিতে থাকে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক হলেও কাপুর পরিবারের বউ হয়ে ওঠা হয়নি তাঁর। এরপরই জীবনে আসে ভিকি কৌশল। ভিকি কৌশলের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন তিনি। এরপর থেকেই মন ভাঙে খান ভক্তের একাংশের। যাঁরা অনুমান করেছিলেন ক্যাটরিনা সলমন খানের গলায় মালা দেবেন। বাস্তবে তা সম্ভব না হলেও এবার রিল লাইফে বিয়ে পর্ব ঘিরে জল্পনা। কোথায়? মেইড ইন হেভেন। সম্প্রতি চর্চার কেন্দ্রে জায়গা করে নিল এই ওয়েব সিরিজ।

এই সিরিজের একটি পর্বের নাম ‘ফ্রান্স ওয়েডিং’ এখানেই দুই সিনেপাড়ার জনপ্রিয় স্টারের বিয়ে দেখানো হয়। যেখানে তাঁদের অতীতের গল্পে চোখ রাখলে তা দুইয়ে দুইয়ে চার হয়ে যায়। নেটদুনিয়ার একাংশের অনুমান, এই দুই স্টার হচ্ছেন বাস্তবে সলমন খান ও ক্যাটরিনা কাইফের চরিত্রের ওপর নির্মাণ করা হয়েছে। কারণ অতীতে যেভাবে এই দুই চরিত্রকে দেখানো হয়েছে, তাদের গল্প তুলে ধরা হয়েছে, তা দেখে এবার সোজা প্রশ্ন চলে গেল সিরিজের প্রযোজকের কাছে।

জোয়া আখতার এবং রিমা কাগতি দুজনের উদ্দেশে এই প্রশ্ন করা হলে তাঁরা সাফ জানিয়ে দেন, মোটেও এটা বাস্তব নয়। গল্পের প্রতিটা চরিত্রই আগের সিজ়নে ছিল। তাঁদের মধ্যে মিল থাকলেও তাদের সলমন ক্যাটরিনা ভেবে মোটেও তৈরি করা হয়নি। তাই এই ভক্ত মনে থাকা সকল প্রশ্ন পলতে উড়িয়ে দিলেন সিরিজ পরিচালক দ্বয়।