পাওলি টলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী: রাহুল

‘দেশের মাটি’ সিরিয়ালের শুটিং নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাহুল। অঞ্জন কাঞ্জিলালের ‘সহবাসে’ ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অনুভব কাঞ্জিলাল এবং ইশা সাহা।

পাওলি টলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী: রাহুল
রাহুল-পাওলি।
Follow Us:
| Updated on: Feb 07, 2021 | 5:54 PM

পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তীর ডেবিউ ছবি। ছবির নাম ‘ছাদ’। মুখ্য ভূমিকায় রয়েছেন রাহুল এবং পাওলি দাম। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল এবং রণজয় বিষ্ণু। ইন্দ্রাণী এর আগে ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ নামে এক ডকুমেন্টারি ছবিও করেছেন। ৬৫তম জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে এক্সপ্লোরেশন/ অ্যাডভেঞ্চার বিভাগে ছবিটি পুরস্কারও পায় সেই ছবি।

আরও পড়ুন কার থেকে ‘একটু একটু ভালবাসা’ চাইছেন সিদ্ধার্থ!

রাহুল অভিনীত ‘ছাদ’ ছবি প্রসঙ্গে জানান, “পাওলি, ছবির প্রোটাগনিস্ট। ছবির গল্পে ফুটে ওঠে কীভাবে একজন মানুষ তাঁর বাড়ির ছাদে নিজের মুক্তির আস্বাদ পায়। তার জীবনে এমন একটি সময় আসে যখন সেই ছাদে তাঁর প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এবং তারপরে সে বুঝতে পারে ছাদ তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ অংশ।”

পাওলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে রাহুল বলেন, “এই নিয়ে আটটা ছবি করছি ওর সঙ্গে। টলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী। আমাদের নিজেদের মধ্যে এক পারস্পরিক বোঝাপড়া রয়েছে।”

ছবির প্রথম শিডিউল শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হল। ছবিতে রাহুল পাওলির স্বামীর চরিত্রে অভিনয় করছেন।

‘দেশের মাটি’ সিরিয়ালের শুটিং নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রাহুল। অঞ্জন কাঞ্জিলালের ‘সহবাসে’ ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অনুভব কাঞ্জিলাল এবং ইশা সাহা।