‘কারও কাজ কেউ আটকাতে পারে না’, ফেডারেশন ইস্যুতে পরমব্রতর উত্তর
পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর সন্তান আসার খবরে টলিপাড়ায় অনেকেই উচ্ছ্বসিত। সম্প্রতি পিয়ার বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী অনুষা বিশ্বনাথন পিয়ার সঙ্গে একটা ছবি পোস্ট করে লিখেছেন, আর অপেক্ষা করতে পারছি না। পরমব্রত কিছুদিন আগেই খোলসা করে দিয়েছিলেন যে তিনি বাবা হওয়ার জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন।

মুক্তি পেল ‘সোনার কেল্লায় যকের ধন’। এই বছরটা নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ের বেশ ভালো। বছরের শুরুতে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। তারপর পরমব্রতর পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ পছন্দ হয়েছে দর্শকের। পয়লা বৈশাখে পরমব্রতকে আবার দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ ছবিতে। সে ছবিও সুপারহিট। এবার গৌরব চক্রবর্তী আর কোয়েল মল্লিকের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ছবির মুক্তি। এই সময়টাকে পরমব্রত কীভাবে দেখছেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে পরমব্রতর বক্তব্য, ”সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সন্তানের আগমনের কারণে। পুরো ব্যাপারটা এখনও বিশ্বাস হতে কিছুটা সময় লাগবে।”
পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর সন্তান আসার খবরে টলিপাড়ায় অনেকেই উচ্ছ্বসিত। সম্প্রতি পিয়ার বেবি বাম্পের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী অনুষা বিশ্বনাথন পিয়ার সঙ্গে একটা ছবি পোস্ট করে লিখেছেন, আর অপেক্ষা করতে পারছি না। পরমব্রত কিছুদিন আগেই খোলসা করে দিয়েছিলেন যে তিনি বাবা হওয়ার জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নেবেন।
লক্ষণীয় টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার কিছু পরিচালকের বিবাদ এই মুহূর্তে চরম পর্যায়ে রয়েছে। আইনি পথে হেঁটে সমস্যার সমাধান খুঁজছেন কিছু পরিচালক। যার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য অন্যতম। টলিপাড়ায় চর্চা, এই দুই পরিচালকের সঙ্গে কাজ করতে চান না টেকনিশিয়ানদের একাংশ। তাই নতুন কাজে হাত দিলে, পরমব্রত কি শুটিংয়ের কাজ আদৌ এগিয়ে নিয়ে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তরে পরমব্রতর বক্তব্য, ”একটাই কথা বলি। কারও কাজ কেউ আটকাতে পারে না!”
