অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক পরেশ রাওয়াল, তারকাদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী বললেন অভিনেতা?
তবে শুধুই হেরাফেরি নয়, বহু ছবিতেই পরেশ রাওয়াল ও অক্ষয় একসঙ্গে পর্দায় এলে হইচই পড়ে যায় সিনেমাহলে। এমনই তাঁদের পর্দার কেমেস্ট্রি।

‘হেরাফরি’ ছবিতে রাজু ও বাবুরাও চরিত্রে অক্ষয় ও পরেশ রাওয়ালের দুরন্ত অভিনয় এখনও সুপারহিট। বলিউডের অন্যতম কমেডি ছবির তালিকা তৈরি করা হলে, হেরাফেরি নিশ্চিন্তে প্রথম দশে জায়গা করে নেবে। তবে শুধুই হেরাফেরি নয়, বহু ছবিতেই পরেশ রাওয়াল ও অক্ষয় একসঙ্গে পর্দায় এলে হইচই পড়ে যায় সিনেমাহলে। এমনই তাঁদের পর্দার কেমেস্ট্রি। তবে পর্দার এই ম্যাজিক কিন্তু বাস্তবে একেবারেই আলাদা। দুজনের নাকি তেমন সাক্ষাৎও হয় না! এমনকী, বন্ধুত্বও তেমন নেই। নাহ কোনও গুঞ্জন নয়। বরং পরেশ রাওয়ালই নিজে মুখে স্বীকার করে নিলেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি লল্লন টপে সাক্ষাৎকার দিতে দিয়ে অক্ষয়ের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরেশ রাওয়াল। স্পষ্টই জানালেন, অক্ষয় কখনই আমার বন্ধু ছিল না। ওর সঙ্গে তেমন কোনও সম্পর্কই নেই। আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়। সবাই সহকর্মী। এর থেকে বেশি আর সম্পর্ক নেই।
এই সাক্ষাৎকারে পরেশ আরও জানালেন, এই ইন্ডাস্ট্রিতে তিনজনকে বন্ধু ভাবা যায়, জনি লিভার, ওম পুরী এবং নাসিরুদ্দিন শাহ। এই তিনজনকেই বন্ধু বলা যায়।
